Advertisement
Advertisement
Singapore-Flagged Ship

কেরল উপকূলে সিঙ্গাপুরের জাহাজে ‘রহস্য়ময়’ বিস্ফোরণ, উদ্ধারে ছুটে গেল ভারতীয় রণতরী

জাহাজটি গত ৭ জুন শ্রীলঙ্কার কলম্বো থেকে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

Explosion On Singapore-Flagged Ship Off Kerala Coast, Indian Navy Respond

সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি ওয়ান হায় ৫০৩। ছবি- পিটিআই

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 9, 2025 3:28 pm
  • Updated:June 9, 2025 4:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরল উপকূলে সিঙ্গাপুরের নিশানধারী পণ্য়বাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ। খবর পেয়েই সাহায্য়ের জন্য় ছুটে যায় ভারতীয় রণতরী আইএনএস সুরাত। উদ্ধারকাজে পাঠানো হয় যুদ্ধবিমানও। কী থেকে এই বিস্ফোরণ ঘটল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য়। তবে আপাতত চলছে জাহাজে আগুন নেভানোর কাজ।

Advertisement

জানা গিয়েছে, আজ সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে বিস্ফোরণের খবর আসে মুম্বাইয়ের মারিটাইম অপারেশনস সেন্টারে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কোচির দপ্তরে। তারপরই জলন্ত জাহাজটি উদ্ধারে ছুটে যায় নৌসেনা। কোচির নৌসেনা ঘাঁটি থেকে একটি যুদ্ধবিমানও পাঠানো হয় ঘটনাস্থলে। গোটা পরিস্থিতির নজর রাখছে প্রতিরক্ষা মন্ত্রক। এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, “জাহাজে থাকা ২২ জনের চালকদলের মধ্যে ১৮ জনকে নৌকায় চেপে চলে যায়। এখনও ৪ জন নিখোঁজ। জাহাজটি আগুনে পুড়ছে।”

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সিঙ্গাপুরের যে পণ্যবাহী জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে, তার নাম এমভি ওয়ান হায় ৫০৩। ২৭০ মিটার লম্বা জাহাজটি গত ৭ জুন শ্রীলঙ্কার কলম্বো থেকে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পৌঁছোনোর কথা ছিল ১০ জুন, মঙ্গলবার। তার আগেই কেরল উপকূলে এই বিস্ফোরণ। খবর পাওয়া মাত্রই আইএনএস সুরতকে ঘটনাস্থলে পাঠানো হয়। যুদ্ধজাহাজটি তখন কোচির দিকে আসছিল। তড়িঘড়ি সেটিকে কেরলের উপকূলে বিস্ফোরণস্থলে চলে যেতে বলা হয়। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে এবং প্রয়োজনে উদ্ধারকাজে সাহায্য করতে নৌসেনার একটি বিমান পাঠানো হয়। আইএনএস গরুড়কেও প্রস্তুত রাখা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ