Advertisement
Advertisement
Manik Sarkar

মমতার সুরেই এবার এসআইআর নিয়ে সরব মানিক, পথে নেমে কী বার্তা দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী?

এসআইআর নিয়ে আগেই সরব হয়েছেন মমতা।

Ex Tripura CM Manik Sarkar raised his voice about SIR
Published by: Subhodeep Mullick
  • Posted:August 10, 2025 10:52 am
  • Updated:August 10, 2025 10:52 am   

নিজস্ব সংবাদদাতা, আগরতলা: ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান সমর্থন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মমতার সুরেই তিনি বলেন, “এসআইআর করে বিরোধীদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে বিজেপি।”

Advertisement

এ ব্যাপারে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন তিনি নিজেও। মানিক সরকার, “বিজেপি বুঝতে পারছিল তাদের জন্য সামনের দিনগুলি অনিশ্চিত হয়ে পড়ছে। এই অবস্থায় নির্বাচন কমিশনকে যদি শাসক দল বগলদাবা করতে না পারে তাহলে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই শাসক দল নিজেদের মতো করে নির্বাচন কমিশন গঠন করেছে। এ নিয়ে প্রথম থেকে যে সংশয়, সম্ভাবনা ও সন্দেহের কথা প্রকাশ করেছিল সিপিএম, তা বিহারের ঘটনায় সত্য প্রতিপন্ন হতে যাচ্ছে। খসড়া ভোটার তালিকায় যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তার মধ্যে সংখ্যালঘু, তফসিলি, ওবিসি, গরিব-শ্রমজীবী অংশের ভোটার সবচেয়ে বেশি। এসআইআর মানে বিজেপি-কে গভীরভাবে সহযোগিতা করা। দেশের মানুষ এটা কেন মেনে নেবেন? এই চেষ্টা প্রতিহত করতে হবে।”

মানিক আরও বলেছেন, “নয়া ফ্যাসিবাদী কায়দায় দেশের গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে বিজেপি। এক্ষেত্রে ত্রিপুরাকে পরীক্ষাগার হিসাবে ব্যবহার করছে। ২০১৮-এর পর রাজ্যে যতগুলি নির্বাচন হয়েছে একটিও নির্বিঘ্নে, স্বাভাবিক পরিবেশ-পরিমণ্ডলে হয়নি। বিরাট সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্টসুলভ সরকার গণতন্ত্র, ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ইত্যাদি সংহার করছে। বেঁচেবর্তে থাকার জন্য মানুষ যাতে আন্দোলন-সংগ্রাম সংগঠিত করতে না পারে, তার জন্য একের পর এক আক্রমণ সংঘটিত করা হচ্ছে।” তাঁর দাবি, সামনে আরও ভয়ংকর সময় অপেক্ষা করছে। মানুষ এই সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন। সরকারও মানুষের উপর আস্থা রাখতে পারছে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ