সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছে ভারতীয় সেনা। তবে খেলা এখনও শেষ হয়নি। বাড়াবাড়ি করলে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে দ্বিধা করবে না ভারত। শনিবার সে কথাই পাকিস্তানকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন লখনউইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ জানালেন, ‘সিঁদুর শুধুমাত্র ট্রেলার ছিল। পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ব্রহ্মসের নাগালে রয়েছে। ভারতের বিরোধীরা স্বদেশী ক্ষেপণাস্ত্রের রুদ্র রূপ থেকে রেহাই পাবে না।
সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, “দেশ বিশ্বাস করে আমাদের বিরোধীরা আর ব্রহ্মসের হাত থেকে রেহাই পাবে না। পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মসের নাগালে রয়েছে।” পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর ভারতের ক্ষমতার সামান্যতম নিদর্শন। ওটা ট্রেলার ছিল। সেই ট্রেলারই পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, ভারত পাকিস্তানকে জন্ম দিয়েছে যখন সে আর কী কী করতে পারে। আশা করি তা স্পষ্টভাবে বলার প্রয়োজন নেই। অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে, জয় আমাদের কাছে ছোট ঘটনা নয়, জয় আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।”
উল্লেখ্য, এদিন উত্তরপ্রদেশের লখনউইয়ে ব্রহ্মোস অ্যারোস্পেস সেন্টারে নির্মিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে রাজনাথ বলেন, এক মাসের মধ্যে দুটি দেশের সঙ্গে ৪,০০০ কোটি টাকার ব্রহ্মস চুক্তি সাক্ষর করেছে ভারত। আগামী আর্থিক বছর থেকে, ব্রহ্মস লখনউ ইউনিটের বার্ষিক আয় প্রায় ৩,০০০ কোটি টাকা হবে এবং প্রতি বছর জিএসটি আদায় হবে ৫,০০০ কোটি টাকা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.