Advertisement
Advertisement
EPFO

এখন আরও সহজে পিএফ-এর সঙ্গে জুড়ুন আধার, নতুন পরিষেবা চালু EPFO-র

ইউএএন-এর সঙ্গে আধার নম্বর যুক্ত করতে আলাদাভাবে ইপিএফও-র তরফে অনুমোদনের প্রয়োজন হবে না।

EPFO make rules easy for account holders

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 15, 2025 5:26 pm
  • Updated:August 15, 2025 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন নিয়ম আনল ইপিএফও। এবার আরও সহজে ব্যবহার যাবে সব পরিষেবা। বাড়িতে বসেই হয়ে যাবে ইউএএন-এর সঙ্গে আধার যুক্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজ। প্রোফাইল আপডেট বা কেওয়াইসি করার জন্যও যেতে হবে না ইপিএফও অফিসে। অনলাইনেই হয়ে যাবে পুরো প্রক্রিয়া। পাশাপাশি পিএফ-সংক্রান্ত অন্যান্য অনেক পরিষেবাই তৎক্ষণাৎ পাওয়া যাবে অনলাইনে।

Advertisement

ইউএএন প্রোফাইলে থাকা নাম, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য যদি আধারের তথ্যের সঙ্গে না মেলে, তাহলেও চিন্তা নেই। ১৩ আগস্ট থেকে কেওয়াইসি পোর্টালের সাহায্যে নিজের অফিসের মাধ্যমেই আধার যুক্ত করা যাবে ইউএএন-এর সঙ্গে। এর জন্য আলাদাভাবে ইপিএফও-র তরফে অনুমোদনের প্রয়োজন হবে না। এছাড়াও একাধিক স্তরে বারবার অনুমোদনের জন্য আটকে থাকবে না প্রক্রিয়া। এর পাশাপাশি জয়েন্ট ডিক্লারেশন ফর্ম আরও সহজ করেছে ইপিএফও। যদি ভুল আধার যুক্ত হয় অথবা ইউএএন-এ কোনও তথ্য ভুল থাকে সেক্ষেত্রে এই যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে তা সহজেই পরিবর্তনও করা যাবে। নিয়োগকর্তার তরফে এই আবেদনপত্র দিয়ে সরাসরি আবেদন করা সম্ভব। জানা গিয়েছে এর অ্যাপ্রুভাল তৎক্ষণাৎ হওয়া সম্ভব।

সংস্থা বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে ইপিএফ সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়েন গ্রাহকরা। এবার সেই প্রক্রিয়াও সহজ করা হয়েছে। জাননো হয়েছে যদি কোনও গ্রাহকের সংস্থা বন্ধ হয়ে যায়, তাঁরা নিজেরাই যৌথ ঘোষণাপত্র ইপিএফও-র আঞ্চলিক অফিসে জমা দিতে পারেন। সেখানে পিআরও-র কাউন্টারে এই ঘোষণাপত্র ফাই লছবিজমা দিতে হবে বলে জানানো হয়েছে। এই তথ্য যাচাইয়ের পরে পিআরও অনলাইনে সংশোধনের আবেদন করবেন। এর মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া সংস্থার কর্মীরা সহজেই নিজেদের প্রোফাইল বা কেওয়াইসি আপডেট করতে পারবেন।

এবার থেকে উমঙ্গ (UMANG) অ্যাপের মাধ্যমে আধারকে ইউএএন-এর সঙ্গে যুক্ত করা যাবে। এই অ্যাপে ইউএএন নম্বর ব্যবহার করে ওটিপি যাচাই করতে হবে। এরপরে আধারের তথ্য দিয়ে ফের ওটিপি যাচাই করেলেই এই প্রক্রিয়া শেষ করা যাবে। অ্যাপের মাধ্যমে এই কাজে কোনও টাকা দিতে হবে না এবং যেকোনও জায়গা থেকে করা যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement