সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই আর্থিক পরিকাঠামোয় বেশকিছু বদল আসতে চলেছে। ১ জুন থেকে এসব নতুন নিয়ম চালু হবে। বদল আসছে EPFO-র একাধিক নিয়মে, ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন, এলপিজি গ্যাসের দামে বদল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ব্যবহারের নিয়মেও বদল আসার সম্ভাবনা রয়েছে। দেখে নিন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কী বদল আসছে।
EPFO ৩.০
১ জুন থেকে EPFO ৩.০ নামে এক নতুন আপডেট আনতে চলেছে EPFO। এই পরিবর্তনের ফলে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা আরও সহজ হতে চলেছে। অন্যদিকে কেওয়াইসি, ক্লেম সাবমিট করা আরও সহজ হবে। পাশাপাশি এবার থেকে ATM-এর মতো কার্ড দিয়ে সহজেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে।
ফিক্সড ডিপোজিটের সুদের হার
বর্তমানে অধিকাংশ ব্যাঙ্ক ৬.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। তবে ১ জুন থেকে নয়া নিয়মে সেই হার কমতে পারে। তাই তার আগেই ফিক্সড ডিপোজিট করলে বা রিনিউ করলে লাভবান হবেন গ্রাহকরা। এমনটাই দাবি বিষেশজ্ঞদের।
ক্রেডিট কার্ডের নিয়মে বদল
ক্রেডিট কার্ডে লেনদেন সংক্রান্ত তথ্যে বেশ কিছু আপডেট আসছে। জানা গিয়েছে, জুন মাস থেকে অটো ডেবিট ব্যর্থ হলে ২ শতাংশ অতিরিক্ত জরিমানা গুনতে হবে গ্রাহকদের। ফুয়েল এবং ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রেও বাড়তি চার্জ দিতে হতে পারে। রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমের পূর্ণাঙ্গ তথ্য পাবেন গ্রাহকরা।
ডেবিট কার্ড ব্যবহারে বাড়তি চার্জ
১ জুন থেকে এটিএম ব্যবহারের সংখ্যা নির্ধারিত নিয়ম পার করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা। ফলে যাঁরা একাধিকবার এটিএম ব্যবহার করেন, তাঁদের খরচের বোঝা কিছুটা হলেও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এলপিজি গ্যাসের দাম
প্রতি মাসের প্রথম দিনই এলপিজি গ্যাসের দাম পরিবর্তন দেখা যায়। মনে করা হচ্ছে জুন মাসেও তার ব্যতিক্রম ঘটবে না। ফলে দাম বাড়লে যেমন সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, ঠিক তেমনই দাম কমলে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.