ফাইল ছবি
সোমনাথ রায়, নয়াদিল্লি: ইঞ্জিনিয়ার রশিদ-সহ তিহাড় জেলে বন্দি কাশ্মীরি কয়েদিদের নিরাপত্তার দাবি করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছে বারামুল্লা লোকসভা কেন্দ্রের সাংসদের দল আওয়ামি ইত্তেহাদ পার্টি। কীভাবে রূপান্তরকামী ও কিন্নর বন্দিদের সঙ্গে একই সেলে রাখা হয়েছে রশিদদের, সেই কথা জানিয়ে মানবাধিকার, কয়েদিদের অধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয়ের উল্লেখ করে চিঠি দেওয়া হবে রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতির কাছেও।
শনিবার তিহাড় জেলে রশিদের উপর আচমকা চড়াও হন এক রূপান্তরকামী বন্দি। নিরাপত্তারক্ষীরা ঠিক সময়ে পৌঁছে যাওয়ায় অল্পের উপর দিয়েই বেঁচে যান রশিদ। তাঁর পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ইচ্ছাকৃতভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করা হচ্ছিল কাশ্মীরি সাংসদকে। এতদিন ঠান্ডা মাথায় তা এড়িয়ে এলেও শনিবার আর পারেননি। রূপান্তরকামী বন্দিদের অভব্য আচরণের প্রতিবাদ করেন। যার পাল্টা একটি দরজা তাঁর দিকে ঠেলে দেয় সেই বন্দি। ফলে মাথায় চোট পান রশিদ।
রশিদের আপ্ত সহায়ক ইনাম উন নবির এই বিষয়ে জানান, “আল্লার দয়ায় বড় কিছু হয়নি, হতেই তো পারত। আমরা বিষয়টিকে হালকাভাবে মোটেই নিচ্ছি না। শুধু রশিদ সাহাব নন, অন্য কাশ্মীরি বন্দিদের উপরও একই অভব্যতা করা হয়। নমাজ পড়ার সময় বিরক্ত করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় আপত্তিকরভাবে স্পর্শ করা হয়।” রশিদের ছেলে আবরারের দাবি, “যে রূপান্তরকামী ও কিন্নররা রশিদ সাহাবের সঙ্গে আছেন, তাঁদের অনেকেই এইচআইভি-তে আক্রান্ত। অন্য কিছু ছেড়েই দিলাম, কেউ যদি নখ দিয়ে আঁচড়ে দেয় বা নিজেদের ব্যবহার করা ব্লেড দিয়ে আঘাত করে, তখন? তাই ঠিক করেছি মোদিজি ও শাহজিকে চিঠি লিখে আব্বু ও কাশ্মীরি বন্দিদের নিরাপত্তার আর্জি জানাব। রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে চিঠি দিয়েও কীভাবে তাঁদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেই কথা জানাব।”
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে আবদুল রশিদ শেখ এনআইএ-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থসাহায্য করার অভিযোগ রয়েছে। গারদের ওপার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভা নির্বাচনে। যদিও লোকসভা নির্বাচনে নিজে প্রার্থী থাকা সত্ত্বেও তিনি প্রচারে বেরনোর অনুমতি পাননি। রশিদের হয়ে লাগাতার প্রচার করেন তাঁর দুই পুত্র। সেই নির্বাচনে সকলকে চমকে দিয়ে ওমর আবদুল্লার মতো হেভিওয়েটকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.