Advertisement
Advertisement
Eknath Shinde

মহারণের আগে মাইন্ড গেম শুরু, হ্যাকার হানায় একনাথ শিণ্ডের এক্স হ্যান্ডেলে উড়ল পাক পতাকা

৪৫ মিনিটের প্রচেষ্টায় হ্যাকার দের কবল থেকে উদ্ধার হয় প্রোফাইলটি।

Eknath Shinde x handle hacked

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 21, 2025 4:17 pm
  • Updated:September 21, 2025 4:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার মহালয়ার দিনেই দুবাইতে মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়া কাপের মহারণের আগেই এবার শুরু অন্য যুদ্ধ। হ্যাকারের কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের এক্স হ্যান্ডেল। পোস্ট করা হল পাকিস্তানের পতাকা।

Advertisement

রবিবার হঠাৎ হ্যাক হয়ে যায় একনাথ শিণ্ডের অ্যাকাউন্ট। এর পরেই সেখান থেকে অল্প সময়ের ব্যবধানে পোস্ট করা হয় পাকিস্তান এবং তুরস্কের পতাকা। সরকারের তরফে জানানো হয়েছে, হ্যাকাররা দুই দেশের জাতীয় পতাকা সম্বলিত ভিডিও লাইভ-স্ট্রিম করেছিল।

সরকারের তরফে জানানো হয়েছে যে এই ঘটনা জানাজানি হওয়ার পরেই দ্রুত সাইবার ক্রাইম দপ্তরকে জানানো হয়েছে। উপমুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল সামলানোর জন্য যে দল রয়েছে, তাঁরা ৪৫ মিনিটের প্রচেষ্টায় হ্যাকারদের কবল থেকে উদ্ধার করেন প্রোফাইলটি। এই ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম দপ্তর।

মহারাষ্ট্রের প্রাক্তন কংগ্রেস সভাপতি নানা পাটোলে এক্স হ্যান্ডেলে লেখেন, এই ঘটনা রাজ্যের সাইবার নিরাপত্তার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, হ্যাকিং পর্বটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে ‘জেন জি’ এ নিয়ে ক্ষুব্ধ। জেন জি-র প্রশ্ন, যদি গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ নাগরিকদের অনলাইন সুরক্ষার কী গ্যারান্টি আছে? এটি রাজ্যের স্বরাষ্ট্র বিভাগকেও সমালোচনার মুখে ফেলেছে। নাগরিকদের ডিজিটাল ডেটার সুরক্ষা নিশ্চিত করার জন্য কোন সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে সেই প্রশ্ন তুলছে তরুণ সমাজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ