Advertisement
Advertisement
AAP

এবার সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে ইডি, ‘আপকে সাফ করার ষড়যন্ত্র’, ফুঁসে উঠলেন কেজরি

অভিযানের তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন কেজরিওয়াল।

ED raids AAP Rajya Sabha MP Sanjeev Arora’s residence, Kejriwal attack central agency
Published by: Amit Kumar Das
  • Posted:October 7, 2024 2:31 pm
  • Updated:October 7, 2024 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপ মামলায় এবার আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে ইডি। সোমবার সকাল থেকে পাঞ্জাবের লুধিয়ানা-সহ তাঁর একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। অভিযোগ, প্রতারণা করে বিপুল পরিমাণ জমি হাতিয়েছেন ওই সাংসদ। সঞ্জীবের পাশাপাশি হেমন্ত সুদ নামে এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। ইডির এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দেগেছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, ‘দলটাকে সাফ করার ষড়যন্ত্র চলছে।’

ইডি সূত্রে জানা গিয়েছে, আপের রাজ্যসভার সাংসদ সঞ্জীবের বাড়ির পাশাপাশি দিল্লি, লুধিয়ানা ও জলন্ধরের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে এজেন্সি। সাংসদের বিরুদ্ধে অভিযোগ, প্রতারণা করে কোটি কোটি টাকার জমি নিজের সংস্থার নামে করিয়ে নিয়েছেন অভিযুক্ত। শুধু তাই নয়, মহাদেব অ্যাপ মামলাতেও সঞ্জীব যুক্ত রয়েছেন বলে অভিযোগ। তল্লাশি অভিযান চলাকালীন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সাংসদ। যেখানে তিনি লেখেন, ‘আমি দেশের আইনকে সম্মান করি। কিন্তু কী কারণে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে তা আমি জানি না। তবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করছি। চেষ্টা করব ওনার সব প্রশ্নের যাতে উত্তর দেওয়া যায়।’

এদিকে দলের সাংসদের বাড়িতে তল্লাশি অভিযানের খবর প্রকাশ্যে আসতেই ইডির বিরুদ্ধে সরব হয়েছেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, ‘এই তল্লাশি অভিযান দুর্নীতির বিরুদ্ধে তদন্তের খাতিরে নয়। গোটা ঘটনা দেখে মনে হচ্ছে, একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে এই এজেন্সি। ওরা সর্বশক্তি দিয়ে নেমে পড়েছে একটি দল ও তার নেতাদের শেষ করে দিতে। আমরা কোনও অন্যায় করিনি। ঈশ্বর আমাদের পাশে রয়েছে। আমরা কাউকে ভয় পাই না।’

পাশাপাশি এজেন্সিকে তোপ দেগে এক্স হ্যান্ডেলে মণীশ সিসোদিয়া লেখেন, ‘আজ সকাল থেকে আপ সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে ইডির অভিযান চলছে। গত দুই বছরে, ওরা অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অভিযান চালিয়েছে, আমার বাড়িতে অভিযান চালিয়েছে, সঞ্জয় সিংয়ের বাড়িতে অভিযান চালিয়েছে, সত্যেন্দ্র জৈনের বাড়িতে অভিযান চালিয়েছে। কিন্তু কোথাও কিছুই পাওয়া যায়নি। তার পরও মিথ্যা মামলা তৈরি করতে উঠে পড়ে লেগেছে ওরা।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement