Advertisement
Advertisement
Rajya Sabha

রাজ্যসভার ৮ আসনে নির্বাচন ঘোষণা, বদলাবে সংসদের উচ্চকক্ষের সমীকরণ?

দুই রাজ্যের নির্বাচনে অ্যাডভান্টেজে কারা?

ECI announces biennial Rajya Sabha elections for Assam and Tamil Nadu

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:May 27, 2025 6:08 pm
  • Updated:May 27, 2025 8:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি রাজ্যের ৮টি আসনে রাজ্যসভার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন তামিলনাড়ুর ৬টি ও অসমের দু’টি আসনে ভোট হবে বলে কমিশনের তরফে জানান হয়েছে। ২ জুন বিজ্ঞপ্তি জারি করা হবে।

Advertisement

জানা গিয়েছে, অসমের দুই বিজেপি সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য, মিশনরঞ্জন দাসের মেয়াদ শেষ হচ্ছে। এছাড়াও তামিলনাড়ুর ডিএমকের সদস্য মহম্মদ আবদুল্লাহ, এম সম্মুগম ও পি উইলসনের মেয়াদ শেষ হচ্ছে জুন মাসে। তাছাড়াও এআইডিএমকের এন চন্দ্রশেখরন এমডিএমকের ভাইকো ও পিএমকের ও রামাদাসের মেয়াদ শেষ হচ্ছে ১৪ জুন। এই আটজনের আসনে ভোট গ্রহণ হবে বলে জানা গিয়েছে। তবে, এই ভোটের পর রাজ্যসভার সমীকরণে বিশেষ পার্থক্য হবে না বলেই মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে রাজ্যসভার এই ৮ আসনে ভোটের পরও শাসক ও বিরোধী দুই শিবির নিজেদের শক্তি ধরে রাখবে। তামিলনাড়ুর ৬ আসনের মধ্যে চারটি সম্ভবত যাবে ডিএমকে জোটের দখলে। আর এআইএডিএমকে জোট জিততে পারে ২টি আসন। অসমের দুই আসনই বিজেপি শিবিরে যাওয়ার কথা।

এই মুহূর্তে রাজ্যসভায় মোট আসন ২৪৫। এই মুহূর্তে এনডিএ ভুক্ত দলগুলির সাংসদ সংখ্যা ১২৫। এর মধ্যে শুধু বিজেপির রাজ্যসভা সাংসদ সংখ্যা ৯৮। নীতীশ কুমারের জেডিইউয়ের সাংসদ সংখ্যা ৪, অজিত পওয়ারের এনসিপির সাংসদ সংখ্যা ৩, টিডিপির সাংসদ সংখ্যা ২। এবং ৬ জন রয়েছেন মনোনীত সাংসদ। বাকি ১২ জন সাংসদ এনডিএভুক্ত ছোট দলগুলির।

সেখানে বিরোধীদের সাংসদ সংখ্যা মাত্র ৮৮। এই ৮৮ জনের মধ্যে ২৭ জন কংগ্রেস সাংসদ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা ১৩। আপের সাংসদ সংখ্যা ১০। এর বাইরে কয়েকজন সাংসদ রয়েছেন যারা কোনও শিবিরেই নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ