অর্ণব আইচ: মণিপুরে তৈরি হল বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে পিয়ার ব্রিজ। উত্তরপূর্বের রাজ্যের নোনেতে নির্মিত হয়েছে এই সেতু। ইস্টার্ন কমান্ডের তরফে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এও জানানো হয়েছে, ভারতীয় সেনার তীক্ষ্ণ নজরদারি ও তৎপরতায় নিরাপত্তার যাবতীয় আশঙ্কাকে পরাজিত করেই এই সাফল্য করায়ত্ত করা সম্ভব হয়েছে।
ইস্টার্ন কমান্ড জানিয়েছে, সেতুটির নির্মাণের দায়িত্বে ছিল বিবিজে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। উচ্চাকাঙ্ক্ষী ১১১ কিলোমিটার দীর্ঘ জিরিবাম-টুপুল-ইম্ফল রেললাইনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে এই সেতু। পাশাপাশি ভারতের নির্মাণক্ষমতার এক অনবদ্য প্রকাশ হিসেবেও এখন থেকে এই সেতুর নাম করা হবে। আর এই সাফল্যের পিছনে ভারতীয় সেনার অবদানের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
কেবল সিভিল ইঞ্জিনিয়ারিংই নয়, অসামরিক-সামরিক সহযোগিতার ফলেই এমন ঐতিহাসিক নির্মাণ সম্পূর্ণ করার পিছনে আলাদা করে উল্লেখ করা হয়েছে ১০৭ ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন ও ১১ গোর্খা রাইফেলসের কথা। আসলে গত কয়েক বছরে বারবার জাতিদাঙ্গায় রক্তাক্ত হয়েছে মণিপুরে। তৈরি হয়েছে অস্থিরতা। এহেন পরিস্থিতিতে এমন এক সেতুর নির্মাণকাজ চালানোর সময় ঝুঁকি ছিলই। কিন্তু সেনার অটল সংকল্পেই কোনও ধরনের আশঙ্কাই শেষপর্যন্ত দানা বাঁধতে পারেনি। ১৪১ মিটার উচ্চতার এই সেতু মন্টিনিগ্রোর ১৩৯ মিটার মালা-রিজেকা ভায়াডাক্টের নজিরকেও ছাপিয়ে গিয়েছে। ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেতুটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.