সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছরের শাসনকালে ভারত সম্পর্কে গোটা বিশ্বের বণিকমহলের ধারণা তিনি বদলে দিয়েছেন। বণিকসভা অ্যাসোচামের অনুষ্ঠানে আরও একবার দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বললেন, আগে লোকে জিজ্ঞেস করত, ‘ভারতে কেন?’ এখন সেটা বদলে গিয়েছে। এখন লোকে জিজ্ঞেস করে, ভারতে কেন নয়?
In coming years, for Atmanirbhar Bharat, all of you should exert all possible force which can be mustered. World is heading towards another Industrial Revolution. So from today we must plan & act on achieving our nation-building targets: PM Modi, at ASSOCHAM Foundation Week 2020
Advertisement— ANI (@ANI)
আসলে ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে বিশ্বের দরবারে মজবুত দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন মোদি। তাঁর দাবি, এনডিএ জমানার নানারকম আর্থিক সংস্কার এদেশে বিদেশি বিনিয়োগ তথা শিল্পস্থাপনের পথও প্রশস্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন Foundation Week 2020-র অনুষ্ঠানে আরও একবার সেই দাবিই করেন। তাঁকে বলতে শোনা যায়,”এই মুহূর্তে ভারতের অর্থনীতির উপর আস্থা রাখছে গোটা বিশ্ব। এই করোনা পরিস্থিতিতে বিশ্বের সব দেশে যখন বিনিয়োগ বন্ধ, তখন আমরা রেকর্ড অঙ্কের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) পেয়েছি। বিশ্ববাসীর এই আস্থা বজায় রাখতে আমাদের দেশের মাটিতে উৎপাদন বাড়াতে হবে।”
প্রধানমন্ত্রী দাবি করেন, “করোনা পরবর্তীকালে গোটা বিশ্ব আরও একটা শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত।” প্রধানমন্ত্রীর দাবি, ভারত সম্পর্কে গোটা বিশ্বের ধারণা বদলে গিয়েছে। আগামী দিনে যেমন আমাদের কঠিন সময় আসছে, তেমনই আসছে সুযোগ। আগে লোকে প্রশ্ন করত, ভারতে কেন? এখন বলে ভারতে কেন নয়। মোদি বলছেন,”আমাদের দ্রুত আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগোতে হবে। কারণ, কত তাড়াতাড়ি আমরা আত্মনির্ভর হতে পারছি, সেটা অনেক বেশি জরুরি।”
Our challenge is not just to become self-reliant but also how soon we can achieve this goal is also equally important: PM Modi delivers the keynote address at ASSOCHAM Foundation Week 2020
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.