ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবিধান দিবস হিসেবে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গণতান্ত্রিক দেশে সংবিধানের মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে আবারও পরিবারতন্ত্র নিয়ে ইঙ্গিতে কংগ্রেসকে খোঁচা দিলেন নমো।
भारत एक ऐसे संकट की तरफ़ बढ़ रहा है, जो संविधान को समर्पित लोगों के लिए चिंता का विषय है, लोकतंत्र के प्रति आस्था रखने वालों के लिए चिंता का विषय है और वह है पारिवारिक पार्टियां: प्रधानमंत्री नरेंद्र मोदी (सोर्स: संसद टीवी)
Advertisement— ANI_HindiNews (@AHindinews)
এদিন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত পরিবারতান্ত্রিক দলগুলির দিকে তাকান, এটা গণতন্ত্রের পরিপন্থী। ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশকে এক সুতোয় বেঁধে রাখে আমাদের সংবিধান। আজ সংসদ ভবনকে সেলাম করার দিন।” এদিন কংগ্রেসকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ ভারত এমন এক বিপদের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে সংবিধানের প্রতি যাঁরা নিবেদিত তাঁরা উদ্বেগে রয়েছেন। আজ পরিবারতান্ত্রিক দলগুলি গণতন্ত্রের প্রতি আস্থাবান লোকের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
বিশ্লেষকদের মতে, ভারতের রাজনৈতিক মঞ্চে পরিবারতান্ত্রিক দলের অভাব নেই। তবে ইঙ্গিতে কংগ্রেসকেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদি। অতীতে বারবার রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ‘ঐতিহ্য ভাঙিয়ে’ রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ করেছেন নমো। এহেন আক্রমণের কারণ ব্যাখ্যা করলে বলা যেতে পারে, আগামীবছর পাঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। আর আঞ্চলিক দলগুলি যতই জয়ঢাক পেটাক না কেন জাতীয় স্তরে বিজেপিকে টেক্কা দেওয়া ক্ষমতা নেই তাঁদের। সেই জায়গায় গেরুয়া শিবিরে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। তাই আবারও কংগ্রেসকে বুর্জোয়া দল তকমা দিয়েছে দুর্বল করতে চাইছেন মোদি।
উল্লেখ্য, ২৬ নভেম্বর অর্থাৎ আজ ভারতীয় সংবিধান দিবস। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি। ২৬শে নভেম্বর ভারতের সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণে রেখেই এই দিনটি পালন করেন দেশবাসী। ২০১৫ সালের ১৯ নভেম্বর কেন্দ্র সরকার সরকারী বিজ্ঞপ্তি দিয়ে ২৬ নভেম্বর দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসাবে ঘোষণা করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.