Advertisement
Advertisement
Drunk passenger

দূরপাল্লার ট্রেনের এসি কামরায় দম্পতির গায়ে প্রস্রাব মদ্যপ যুবকের! তার পর যা হল…

এমন ঘটনায় এখনও বিস্ময়ে ওই দম্পতি।

Drunk passenger urinates on senior citizens inside train in UP | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:October 6, 2023 3:26 pm
  • Updated:October 6, 2023 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশপথে সহযাত্রীর গায়ে প্রস্রাব করা নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটেছিল। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। আর এবার একই ঘটনা ঘটল দূরপাল্লার ট্রেনে। প্রবীণ দম্পতির উপর প্রস্রাব করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

Advertisement

গত বুধবার ঘটনাটি ঘটে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে। বি৩ এসি কোচে যাত্রা করছিলেন ওই প্রবীণ দম্পতি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি স্টেশনে ঢোকার আগে ঘটনাটি। পাশাপাশি দুটি লোয়ার বার্থে শুয়েছিলেন দুই প্রবীণ। ঠিক সেই সময় বছর কুড়ির যুবকের কীর্তিতে রীতিমতো হতবাক হয়ে যান তাঁরা। তাঁদের এবং তাঁদের ব্যাগপত্রের উপর প্রস্রাব করছেন ওই যুবক! বিষয়টি টিটিই-র কানে যেতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তিনি। রেলকর্মীদের দিয়ে সেই স্থানকে পরিষ্কার করান। এর পর ঝাঁসির আরপিএফে খবর দেন তিনি এবং অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেন।

[আরও পড়ুন: দক্ষিণের জোড়া পুজোয় বিশেষ চমক, পুণর্জন্ম ও পুনর্ব্যবহারের থিমে সাজছে মণ্ডপ]

জানা গিয়েছে, অভিযুক্তর নাম রীতেশ। দিল্লির কুতুব বিহারের বাসিন্দা মোহাবা থেকে ট্রেনে উঠেছিলেন। মদ্যপ অবস্থাতেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। তাঁদের গ্রেপ্তারির পর আদালতে পেশ করা হলে তিনি জামিনও পেয়ে যান।

তবে এমন ঘটনায় এখনও বিস্ময়ে ওই দম্পতি। যাঁদের উপর প্রস্রাব করা হয়, তাঁদের মধ্যে যাত্রী বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অর্থোপেডিট। তিনি জানান, “দিল্লি থেকে খুব আরাম করেই যাত্রা করছিলাম। কিন্তু স্বপ্নেও ভাবিনি কেউ আমাদের উপর এভাবে প্রস্রাব করবে! মদ্যপ অবস্থাতেই সে এই ঘটনা ঘটিয়েছে।”

[আরও পড়ুন: হাই কোর্টের রায় শুনেই জ্ঞান হারালেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী, হতাশ টুম্পা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement