সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হল দিল্লি (Delhi) বিধানসভার বিশেষ অধিবেশন। আর তার মধ্যেই বিতর্কিত ওই আইনের কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করলেন AAP সুপ্রিমো। পাশাপাশি কেন্দ্রকে ‘ব্রিটিশদের থেকেও খারাপ শাসক’ না হওয়ার পরামর্শ বললেন।
গত কয়েকমাসে বিতর্কিত কৃষি আইন নিয়ে উত্তাল গোটা দেশ। ইতিমধ্যে দিল্লিতে তীব্র আন্দোলনে নেমেছেন কৃষকরা। তাঁদের এই আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি এবার বিধানসভায় কৃষি আইনের কপিও ছিঁড়ে ফেললেন কেজরিওয়াল। এদিন কৃষক বিক্ষোভ (Farmers’ Protest) নিয়ে আলোচনার জন্য আয়োজিত বিশেষ অধিবেশনে কেজরিওয়াল বক্তৃতা দিতে উঠেই প্রশ্ন তোলেন, ‘‘করোনার সময় এত তাড়াহুড়ো করে কৃষি আইন পাশ করানোর প্রয়োজন কী ছিল?’’ এরপরই তিনি আইনের কপি তিনটি ছিঁড়ে ফেলেন। বলেন, ‘‘আমি এটা করতে চাইনি। কিন্তু কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। তাই এই ৩টি কৃষি আইন ছিঁড়ে ফেলছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন ব্রিটিশদের থেকেও খারাপ শাসক না হয়ে ওঠে।’’
এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘প্রতিটি কৃষক এখন ভগৎ সিং হয়ে উঠেছেন। সরকার বলছে, তারা কৃষকদের কাছে নিয়ে নয়া আইনের সুবিধা তুলে ধরবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, কৃষকদের লাভ হবে কারণ তাঁদের জমি কেড়ে নেওয়া হবে না। এটা কি সত্যিই কোনও লাভ?’’ কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভে শুরু থেকেই সমর্থন জুগিয়ে আসছে আম আদমি পার্টি। বিক্ষোভকারীদের পানীয় জল, ওষুধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থাও করেছে দিল্লির সরকার।
What was the hurry to get Farm Laws passed in Parliament during pandemic? It has happened for 1st time that 3 laws were passed without voting in Rajya Sabha…I hereby tear 3 Farm laws in this assembly & appeal Centre not to become worst than Britishers: Delhi CM Arvind Kejriwal
— ANI (@ANI)
AAP MLAs and tears copy of 3 Farm Bills.
“We refuse to accept these black laws which are against farmers.”
— AAP (@AamAadmiParty)
20 से ज्यादा किसान इस आंदोलन में शहीद हो चुके हैं। रोज एक किसान शहीद हो रहा हैं।
मैं केंद्र सरकार से पूछना चाहता और कितनी शहादत और कितनी जान आप लोगे? : मुख्यमंत्री
— AAP (@AamAadmiParty)
এদিকে, এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেজরিওয়ালকে ‘গিরগিটির’ সঙ্গে তুলনা করেন BJP সাংসদ মীনাক্ষি লেখি। তিনি বলেন, ‘‘২৩ নভেম্বর দিল্লি গ্যাজেটে কেন্দ্রের নয়া তিন আইনের উল্লেখ করা হয়েছে। এখন ওঁরা এই আইনের কপিই ছিঁড়ে ফেলছে। এটা সুবিধা ভোগ করার রাজনীতি। দিল্লির মুখ্যমন্ত্রী আসলে গিরগিটি, যখনতখন রং বদলান।’’
Centre’s 3 Farm laws were notified in Delhi Gazette on 23rd Nov. Now, they’re tearing copies of same act in Delhi Assembly after notifying. This is opportunistic politics. Delhi CM is the new chameleon, he can just change colours without qualms: BJP MP Meenakshi Lekhi on Delhi CM
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.