সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরে নোবেল পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক তোষামোদকারী তাঁর হয়ে সওয়াল করেছেন নোবেল কমিটির কাছে। তবে ট্রাম্পের সেই নোবেল যাত্রার পথে কাঁটা বিছোল ভারতের রাজ্য কেরল। নোবেল কমিটির কাছে চিঠি লিখে কেরলবাসীর আর্জি, বাণিজ্য অস্ত্র ব্যবহার করে বিশ্বে শান্তির পথে জগদ্দল পাথর হয়ে উঠেছেন ট্রাম্প। ফলে কোনওভাবেই তিনি শান্তির নোবেল পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি নন।
নোবেল কমিটিকে চিঠি লিখে কেরলের তরফে জানানো হয়েছে, ‘শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে দিই, ট্রাম্প কে, তার সঙ্গে আমাদের অভিযোগের খুব একটা সম্পর্ক নেই। তিনি ৬ থেকে ৭ টি যুদ্ধ থামিয়েছেন কি না তা নিয়ে বিতর্ক বা মূল্যায়ন করাও আমাদের অভিপ্রায় নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য হল, তাঁর বাণিজ্য নীতি ও বিশ্ব শান্তির পথে এর ক্ষতিকর প্রভাব নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা।’ এরপরই বাণিজ্য অস্ত্র ব্যবহার করে কীভাবে ট্রাম্প গোটা বিশ্বে সমস্যা তৈরি করছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর গোটা বিশ্বের উপর লাগামছাড়া শুল্ক চাপানো শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত-চিন তো বটেই তাঁর কোপ থেকে রেহাই পায়নি কানাডা, ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলি।
সেই ঘটনা তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, ‘মুক্ত বাণিজ্য যে কোনও দেশের শান্তি ও সম্প্রীতির জন্য গুরুত্বপূর্ণ। দেশে শান্তি আনার লক্ষ্যে বাণিজ্য কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্ব দেখেছে দুটি বিশ্বযুদ্ধে বিরাট ক্ষয়ক্ষতির পর। এরপরই তৈরি হয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থা।’ গোটা বিশ্বের সঙ্গে ভারতের বাণিজ্যের অতীত ইতিহাস তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, ‘ট্রাম্পের একতরফা শুল্ক বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় সমস্যা তৈরি করছে। এর জেরে বিপুল ক্ষতির মুখে পড়েছে কেরল। দাবি করা হয়েছে, ট্রাম্পের শুল্কনীতির জেরে কেরলের বাণিজ্য বিরাট ক্ষতির মুখে। এই শুল্ক রাজ্যের শিল্প ও তার সঙ্গে যুক্ত শ্রমিকদের বাজার থেকে বেরিয়ে যেতে বাধ্য করছে। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। ট্রাম্পের কোপে পড়ে কেরলের কাজু শ্রমিকদের পেটের ভাত মারা গিয়েছে। সামুদ্রিক পণ্য রপ্তানিও কার্যত বন্ধ হয়েছে। বিপুল সংখ্যায় শ্রমিকরা রোজগার হারিয়েছেন।’
এরপরই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি ট্রাম্প বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। একদিকে তিনি যুদ্ধ থামানোর দাবি করছেন, অন্যদিকে বাণিজ্য অস্ত্র ব্যবহার করে গোটা বিশ্বকে অশান্তি ও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এমন ব্যক্তি কখনই শান্তির নোবেলের মতো মহান পুরস্কার পাওয়ার যোগ্য হতে পারেন না। কেরালার জনগণের পক্ষ থেকে নোবেল কমিটির কাছে আমাদের আর্জি, নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের যে কোনও আবেদন প্রত্যাখ্যান করা হোক।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.