Advertisement
Advertisement
Tariffs

ভারতের উপর শুল্ক কমাতে পারেন ট্রাম্প! দাবি অর্থমন্ত্রকের

প্রত্যাহার করা হতে পারে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক।

Donald Trump can reduce tariffs on India, says India’s Chief Economic Adviser V. Anantha Nageswaran
Published by: Subhodeep Mullick
  • Posted:September 18, 2025 9:24 pm
  • Updated:September 18, 2025 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের উপর থেকে শুল্কের বোঝা কমাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি. অনন্ত নাগেশ্বরন। তাঁর মতে, ভারত-আমেরিকার সম্পর্কে যে জটিলতা তৈরি হয়েছে, তা শীঘ্রই কেটে যাবে।

Advertisement

নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাগেশ্বরন বলেন, “ভারতের উপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা নভেম্বরের শেষের দিকে প্রত্যাহার করা নেওয়া হতে পারে। আমার বিশ্বাস আগামী ৩০ নভেম্বরের পর অতিরিক্ত এই ২৫ শতাংশ শুল্ক থাকবে না। এটি সুনির্দিষ্ট প্রমাণের উপর ভিত্তি করে কোনও বিবৃতি নয়। সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমার আশা যে শুল্ক নিয়ে দু’দেশের মধ্যে যে সমস্যা রয়েছে, তার সমাধান হয়ে যাবে।” তিনি আরও বলেন, “শুল্ক নিয়ে দু’দেশের বিবাদ আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে। অন্যদিকে, ভারতের উপর ২৫ শতাংশের যে পারস্পরিক শুল্ক চাপিয়েছে আমেরিকা, তা কমে ১০ থেকে ১৫ শতাংশ হতে পারে।” 

প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশের শুল্কবোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন শুল্কবাণের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি। জানা যাচ্ছে, শুল্ককোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে। বিরাট ক্ষতির আশঙ্কা করছে মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলিও। ‘ট্রেড থিঙ্ক-ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ’-এর অনুমান, ২০২৫-২৬ সালে আমেরিকায় ভারতের পণ্য রফতানি প্রায় ৪৩ শতাংশ কমে ৮৭ বিলিয়ন ডলার থেকে ৪৯.৬ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement