সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন টাকার সমস্যায় জেরবার মানুষ, তখন ডিএলএফ কর্তার মেয়ে দিল্লিতে কিনলেন এলাহি বাংলো। দক্ষিণা ৪৩৫ কোটি টাকা। নোট বাতিলের সময় এত টাকা কোথা থেকে এল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।
দিল্লির অভিজাত অঞ্চলে এই বাংলোটি ৪,৯২৫ স্কোয়্যার মিটারের। প্রতি স্কোয়্যার মিটারের দাম প্রায় ৮.৮ লক্ষ টাকা। এই দামের কারণেই বাংলোটি বিক্রি হচ্ছিল না। এত রেস্ত খসানোর খদ্দের মিলছিল না। অবশেষে পাওয়া গেল রেনুকা তলোয়ারকে। রিয়েল এস্টেট ব্যবসায়ী কমল তানেজার কাছ থেকে এই বাংলো কিনে নেন তিনি।
প্রসঙ্গত, এমন বাংলো দিল্লি অঞ্চলে সচরাচর বিক্রি হয় না। ২০১৬ সালে এমন বাংলো এর আগে একটিও বিক্রি হয়নি বলে জানা গিয়েছে। নোট বাতিলের ঠিক পরেই ডিএলএফ কর্তার মেয়ের এমন বাংলো কেনার সিদ্ধান্ত নিয়ে তাই প্রশ্ন উঠেছে। পৃথ্বীরাজ রোডের এই বাংলো কেনাকে কেন্দ্র করে অবশ্য মুখ খুলতে চাননি রেনুকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.