সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ‘নাটকে’র সমাপ্তি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবিস। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন। বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানের অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দুজন- এনসিপির অজিত পওয়ার এবং শিব সেনার একনাথ শিণ্ডে। সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
| Mumbai: Devendra Fadnavis takes oath as Chief Minister of Maharashtra
— ANI (@ANI)
Mumbai | NCP chief Ajit Pawar takes oath as Deputy CM of Maharashtra
— ANI (@ANI)
| Shiv Sena’s Eknath Shinde takes oath as Deputy CM of Maharashtra
— ANI (@ANI)
এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়ণবিস। ১+২ মডেল অর্থাৎ দুই উপমন্ত্রীকে নিয়ে চলবে তাঁর মন্ত্রিসভা। যদিও মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ হয়নি বৃহস্পতিবার। তা পরে হবে বলে জানা গিয়েছে। তবে মহারাষ্ট্রে এই সরকার গঠন নিয়ে কম টানাপড়েন চলেনি এতদিন ধরে। এমনকী শোনা যাচ্ছে, শপথের দিন সকালেও নাকি উপমুখ্যমন্ত্রী হওয়া নিয়ে ‘নাটক’ জারি রেখেছিলেন একনাথ শিণ্ডে। দুপুরের পর তিনি নিমরাজি হন। আর সন্ধ্যাবেলা শপথ গ্রহণ করেন। শপথের পর দুই ডেপুটিকে নিয়ে মন্ত্রণালয় অর্থাৎ সরকারি কার্যালয়ে পৌঁছন ফড়ণবিস। সরকার চালানোর প্রাথমিক আলোচনা সেরে নেন। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২৩৫ আসন পেয়ে সরকার গঠন করল মহাজুটি।
মুম্বইয়ের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। ছিলেন বি টাউনের সেলিব্রিটিরাও। রণবীর সিং, রণবীর কাপুর, সঞ্জয় দত্ত-সহ একাধিক তারকাকে দেখা গিয়েছে ফড়ণবিসের শপথ অনুষ্ঠানে। তবে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির কোনও নেতা উপস্থিত ছিলেন না। তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.