সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন রক্ষার দায়িত্ব যাদের উপর, সেই তাদের যথেচ্ছাচারে দিল্লিতে মৃত্যু হল এক ব্যক্তির। দুই পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। গাড়ি নিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ধাক্কা মারেন তাঁরা। তাতেই ওই দোকানে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ পোড়ে দিল্লি পুলিশের। তড়িঘড়ি দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ দিল্লির রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। তাও আবার কর্তব্যরত অবস্থায় এই কাণ্ড ঘটান দুই পুলিশকর্মী। বুধবার রাতে পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) ভ্যানে চড়ে টহল দিতে বেরিয়েছিলেন ওই দুই পুলিশকর্মী। আচমকা রাস্তার ধারের একটি চায়ের দোকানে ধাক্কা মারে পুলিশের ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় গঙ্গারাম তিওয়ারি নামে এক চা বিক্রেতার।
ওই সময় দোকানে থাকলেও প্রাণে বেঁচে যায় চা বিক্রেতার ছেলে। সে জানিয়েছে, পিসিআর ভ্যানে দু’জন পুলিশকর্মী ও এক মহিলা ছিলেন। সকলেই মত্ত অবস্থায় ছিলেন। গাড়িটি সোজা ফুটপাতে উঠে পড়ে। এতেই মৃত্যু হয় তার বাবার। গাড়ির চাকায় পিষ্ট হন তিনি। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত দুই পুলিশকর্মীকে। তাঁদের মধ্যে একজন এএসআই, অন্য জন কনস্টেবল। চা বিক্রেতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.