ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: জাতীয় সুরক্ষা জড়িত, এমন কোনও বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। এই পর্যবেক্ষণ রেখে তুরস্কের সংস্থা সেলেবির লাইসেন্স বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট।
অপারেশন সিঁদুর আবহে তুরস্কের সেলেবি অ্যাভিয়েশনের লাইসেন্স বাতিল করে ভারত সরকার। ভারত-পাক সংঘাতের আবহে পাক সেনাকে সহযোগিতা করার অভিযোগ উঠেছিল তুরস্ক সরকারের বিরুদ্ধে। ভারতের যাবতীয় সাহায্যের কথা ভুলে গিয়ে যুদ্ধের আবহে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল তারা। উঠেছিল পাকিস্তানে সেনা পাঠানোর অভিযোগও।
এরপরই জাতীয় সুরক্ষার স্বার্থে সেলেবির সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করার কথা ঘোষণা করে ভারত সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয় সেলেবি। সংস্থার তরফে বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগি দাবি করে কোনও নোটিস ছাড়াই তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। হঠাৎ করে এভাবে চুক্তি বাতিল করলে ৩৭৯১ জন কর্মী চাকরি হারাবেন। পাশাপাশি তাদের সংস্থায় বিনিয়োগকারীদের মনোবলের উপর প্রভাব পড়বে। প্রশ্ন তোলা হয়, কোনও চুক্তি কীভাবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব পরতে পারে? তাছাড়া শুধুমাত্র এই কারণে এভাবে চুক্তি বাতিল করা যায় না বলেও দাবি করেছে সংস্থাটি। একইসঙ্গে বলা হয়, দীর্ঘ ১৭ বছর সুনামের সঙ্গে কাজ করেছে তারা। সব কর্মী তো বটেই, তারাও ভারতীয়, এই দাবিও করা হয়। পালটা সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, “কেন্দ্রের কাছে সুনির্দিষ্ট এমন কিছু তথ্য আছে, যার ভিত্তিতে বর্তমান পরিস্থিতিতে সেলেবির পরিসেবা অব্যাহত রাখা জাতীয় সুরক্ষার নিরীখে উদ্বেগজনক।” সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে আদালত। এদিন বিচারপতি শচীন দত্ত স্পষ্ট জানান, জাতীয় সুরক্ষার জড়িত, এমন কোনও বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত। এরপরই তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.