Advertisement
Advertisement
Tablighi Jamaat

করোনা ছড়ানোয় যোগ নেই! তবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে চার্জশিট খারিজ দিল্লি হাই কোর্টের

এর আগে বম্বে হাই কোর্ট নিজামুদ্দিন মারকাজের ধর্মীয়সভায় যোগ দেওয়া বিদেশিদের বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়।

Delhi HC junks cases against Indian nationals for housing Tablighi Jamaat attendees during COVID-19
Published by: Subhajit Mandal
  • Posted:July 17, 2025 4:34 pm
  • Updated:July 17, 2025 4:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর বাদে ‘অপবাদ’ থেকে মুক্তি! করোনা ছড়ানোর দায় থেকে কার্যত রেহাই পেয়ে গেলেন দিল্লির তবলিঘি জামাতের বহু সদস্য। ওই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি চার্জশিট খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। এমনিতে তবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা ইতিমধ্যেই খারিজ হয়েছে। বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার মামলাগুলি এখনও ঝুলে। সেই সংক্রান্ত ১৬টি চার্জশিট খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট।

Advertisement

উল্লেখ্য, ২০২০ সালে প্রসঙ্গত, মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের এক ধর্মসভায় অংশগ্রহণকারী বহু তবলিঘি সদস্য করোনায় আক্রান্ত হন। তারপর থেকেই ওই সংগঠনটি সরকারের রোষের মুখে পড়েছে। দিল্লির নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় সভায় যোগ দেওয়া বহু তবলিঘি জামাত সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল। মহামারী আইনে মামলা দায়ের হয়েছিল। বেআইনিভাবে বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার মামলাও দায়ের হয়।

২০২০ সাল থেকে এ সংক্রান্ত একাধিক মামলা চলছে বিভিন্ন আদালতে। দিল্লি পুলিশ এর আগে তবলিঘি সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করার দাবির বিরোধিতা করে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। তাই পাঁচ বছর পর দিল্লি হাই কোর্ট তাদের রেহাই দিল আদালত। বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার মামলায় ছাড় পেয়ে যাওয়ায় দিল্লির নিজামুদ্দিন মারকাজের সদস্যরা কার্যত ক্লিনশিট পেয়ে গেলেন।

এর আগে বম্বে হাই কোর্ট নিজামুদ্দিন মারকাজের ধর্মীয়সভায় যোগ দেওয়া বিদেশি তবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করে দেয়। বম্বে হাই কোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের দুই বিচারপতির পর্যবেক্ষণ ছিল, “পুলিশ রাজনৈতিক চাপে পড়ে ওই জামাত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিদেশিদেরই বলির পাঁঠা করার জন্য বেছে নেওয়া হয়েছে।” অথচ আদালতে একজনের বিরুদ্ধে কোনও প্রমাণিত হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ