সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কোচিং সেন্টারে (Delhi Coaching Centre) মর্মান্তিক দুর্ঘটনা। বেসমেন্টের জলে ডুবে মৃত তিন। তিনজনই সেখানে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার সন্ধে সোয়া সাতটা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ওই কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। তাতেই বিপত্তি।
পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরে ‘রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টার’। সেখানে বহু পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন। বেসমেন্টে রয়েছে কোচিং সেন্টারের লাইব্রেরি। সেখানেই পড়াশোনা করছিলেন কয়েকজন। দমকল সূত্রে খবর, সন্ধে সাতটা নাগাদ তাঁরা খবর পান, কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করেছে। সেখানে কয়েকজন পড়ুয়া আটকে পড়েছেন। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে হাত লাগায়। কিন্তু জলে আসবাবপত্র ভাসতে থাকায় সমস্যা আরও বাড়ে। দড়ি দিয়ে টেনে কিছু পড়ুয়াকে উদ্ধার করা হয়। কিন্তু এই তিনজনকে উদ্ধার করা যায়নি। প্রায় ৪ ঘণ্টা পর তাঁদের দেহ উদ্ধার হয়।
Death toll rises to 3 after coaching institute basement flooded in Delhi’s Rajendra Nagar
Read Story |
— ANI Digital (@ani_digital)
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। দিল্লি সরকারকে দুষেছে বিজেপি নেতৃত্ব। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব ও নয়াদিল্লির সাংসদ বাঁশুরি স্বরাজের দাবি, দিল্লির আপ সরকারের চরম অবহেলার ফলেই এই ঘটনা। মন্ত্রী অতীশী ও স্থানীয় বিধায়ককে এর দায় নিতে হবে বলেও দাবি তাঁদের। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান স্থানীয় আপ বিধায়ক। এ প্রসঙ্গে দিল্লির রাজস্ব ও জল বোর্ড মন্ত্রী অতীশী জানান, ম্যাজিস্ট্রের পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি তৈরি করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ইতিমধ্যে মামলা দায়ের করেছে। কোচিং সেন্টারের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পড়ুয়ারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.