সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের৷ কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে বিজেপি৷ রয়েছে একাধিক অপরাধমূলক অভিযোগ৷ এমনই পরিস্থিতিতে ভোট চাইতে বেরিয়ে সপাটে চড় খেলেন আম আদমি পার্টি’র প্রধান৷
শনিবার দিল্লির মোতিনগর এলাকায় লোকসভা ভোটের জন্য রোড শো’র আয়োজন করেন কেজরি৷ হুডখোলা জিপে হাসিমুখে ভোটারদের মন জয়ের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন তিনি৷ যেন বলতে চাইছেন, ‘আমি এখনও আম আদমি, ভোট আমাকেই দিন৷’ তারপর যা ঘটল তা হয়তো ‘মাফলার ম্যান’ ভাবতেই পারেননি৷ আচমকা গাড়িতে উঠে কেজরিওয়ালের গালে সপাটে চড় বসিয়ে দিল এক যুবক৷ এহেন আক্রমণে হতভম্ব হয়ে যান আপ প্রধান৷ ঘটনার পর অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ৷ তাঁকে জেরা করা হচ্ছে৷ কী এই আক্রমণের উদ্দেশ্য তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ এদিকে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলে বিরোধীদের প্রতি আঙুল তুলেছে আপ৷ নাম না করে যে বিজেপিকেই নিশানা করছে দলটি তা স্পষ্ট৷ টুইট করে আপ জানায়, “রোড শো চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা হয়৷ হামলা চালিয়ে দিল্লিতে আম আদমি পার্টিকে থামাতে পারবে না তারা৷” এই ঘটনায় কেজরির পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান কেজরিওয়াল৷ ২৪ ঘণ্টা তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকে ২৫ জন নিরাপত্তারক্ষী৷ তারপরও এহেন হামলার ঘটনায় আপ প্রধানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন৷ উল্লেখ্য, এর আগে একাধিকবার কেজরিওয়ালকে লক্ষ্য করে চড়, জুতো ছোঁড়া, কালি ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এমনকী তাঁর অফিসে লঙ্কার গুঁড়ো নিয়েও হামলা চালায় এক ব্যক্তি। দিনকয়েক আগে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া হার্দিক প্যাটেলও চড় খেয়েছিলেন এক ব্যক্তির কাছ থেকে।
: A man slaps Delhi Chief Minister Arvind Kejriwal during his roadshow in Moti Nagar area. (Note: Abusive language)
— ANI (@ANI)
Political vandalism. Political goondaism. Political vendetta. Maligning and attacking Oppn leaders show that BJP have lost the election and are making desperate attempts. We condemn the attack on We are all with you, Arvind
— Mamata Banerjee (@MamataOfficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.