সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানওয়ের আপগ্রেডেশনের জন্য দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোজ ১১৪টি বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ থাকবে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এই খবর প্রকাশ করে জানানো হয়েছে রানওয়ে ১০/২৮-এর আপগ্রেডেশনের কাজের জন্য এই বিমান পরিষেবা বন্ধ রাখা হবে।
দিল্লি বিমানবন্দর দেশের অন্যতম বড় ও ব্যস্ততম বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে প্রতিদিন দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে প্রায় ১৪৫০টি বিমান। এদিকে এই বিমানবন্দরে মোট চারটি রানওয়ে রয়েছে। রানওয়ে ০৯/২৭, রানওয়ে ১১R/২৯L, রানওয়ে ১১L/২৯R, এবং রানওয়ে ১০/২৮। তিনটি টার্মিনালের মধ্যে T১, T৩ চালু থাকলেও, T২ টার্মিনালটি বন্ধ রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মে মাস থেকেই রানওয়ে ১০/২৮-এ আপগ্রেডেশনের কাজ করার কথা ছিল। কিন্তু বেশ কিছু কারণে সেই কাজ পিছিয়ে জুন মাস থেকে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই রানওয়েতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) আপগ্রেড করা হবে। যার ফলে কুয়াশা ও বৃষ্টির সময় দৃশ্যমানতা কম হলেও বিমান ওঠানামার ক্ষেত্রে অনেক সুবিধা হবে।
দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের (DIAL) সিইও বিদেশ কুমার জয়পুরিয়ার জানান, ১৫ জুন থেকে তিন মাসের জন্য রানওয়ে ১০/২৮ বন্ধ থাকবে। তিনি বলেন, “কুয়াশা ও বৃষ্টির সময় বিমান ওঠানামা যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে রানওয়েটি আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছি। এই রানওয়েতে বেশ আপগ্রডেশন করার সিদ্ধান্ত নিয়েছি।” এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর মিলেছে, রানওয়ে আপগ্রেডেশনের কাজ চলার সময় মোট ২০০টি বিমান ওঠানামায় প্রভাব পড়বে। এর মধ্যে ১১৪টি বিমান বাতিল করা হয়েছে। বাকি ৮৬টি বিমানের ওঠানামার সময়ে কিছু পরিবর্তন করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.