Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

উত্তরপ্রদেশের জঙ্গলে বেওয়ারিশ স্যুটকেসে যুবতীর পচাগলা দেহ! ঘনাচ্ছে রহস্য

দেহটিতে পোকা ধরে গিয়েছে বলেও খবর।

Decomposed Woman’s Body Found In Suitcase In Uttar Pradesh
Published by: Subhodeep Mullick
  • Posted:May 31, 2025 3:44 pm
  • Updated:May 31, 2025 5:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলের ভিতর পড়ে একটি স্যুটকেস। কটু গন্ধে ভরে গিয়েছে চারদিক। সন্দেহ হয় স্থানীয়দের। খবর যায় পুলিশে। স্যুটকেসে  খুলতেই ভেতর থেকে উদ্ধার হয় এক যুবতীর পচাগলা দেহ।  শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলাখুয়াতে। তবে মৃতার পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে দিল্লি-লখনউ হাইওয়ের পাশে জঙ্গলে একটি স্যুটকেস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পচা গন্ধে ভরে গিয়েছিল চারদিক। তখনই সন্দেহ হয় স্থানীয়দের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীকে বেশ কয়েকদিন আগে খুন করে স্যুটকেসে ভরে দেওয়া হয়। তারপর জঙ্গলে ফেলে দেওয়া হয়। দেহটিকে পোকা ধরে গিয়েছে বলেও খবর। যুবতীর নাম, বয়স এবং তিনি কোথাকার বাসিন্দা তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক ভিনিত ভাটনগর বলেন, “যুবতীর মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ