প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাড়িরই কাছে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল তাঁর দেহ। ১০ মাস পরে সেই দেহ উদ্ধার করল পুলিশ। হরিয়ানায় (Haryana) তরুণীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। ওই তরুণীর বাবার ইমেল পেয়ে তাঁর নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারে পুলিশ। এর পরই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দেহটি।
জানা গিয়েছে, মেল পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। ডেকে পাঠানো হয় তরুণীর মা হানিফাকে। জিজ্ঞাসাবাদের মুখে তিনি দাবি করেন, বছরখানেক আগে তাঁর মেয়ে একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। যদিও পরে ওই তরুণী বাড়িতে ফিরে আসেন। এর পর থেকেই তাঁকে ঘরবন্দি করে রাখা হয়। আত্মীয়স্বজনের নাগাড়ে কটাক্ষের সামনে পড়ে শেষপর্যন্ত তরুণী আত্মহত্যা করেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। সমাজের সমালোচনা এড়িয়ে যেতে সেই খবর কাউকে না জানিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয় দেহ।
হানিফার কথা শুনে দ্রুত ওই অঞ্চলে গিয়ে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। দ্রুত এফআইআর দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তরুণীর দেহ। রিপোর্ট পেলেই এই বিষয়ে আরও তথ্য হাতে আসবে বলে মত তদন্তকারীদের। এর পরই যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.