Advertisement
Advertisement

Breaking News

Dalai Lama

দলাই লামার উত্তরসূরি বাছতে লাগবে চিনের অনুমতি! বেজিং হুমকি দিতেই জবাব ধর্মগুরুর

আগামী ৬ জুলাই ৯০ বছরে পা দেবেন দলাই লামা।

Dalai Lama announced that Gaden Phodrang Trust will continue after his death
Published by: Biswadip Dey
  • Posted:July 2, 2025 4:55 pm
  • Updated:July 2, 2025 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৬ জুলাই ৯০ বছরে পা দেবেন দলাই লামা। তার আগে বুধবার তিনি জানিয়ে দিলেন, তাঁর প্রয়াণের পরে তাঁর উত্তরসূরি কে হবে সেটা মনোনীত করবেন তিনি। আর এই পরিস্থিতিতে হুঁশিয়ারি দিল চিন। বেজিং জানিয়ে দিল, পঞ্চদশ দলাই লামার মনোনয়নের জন্য তাদের অনুমোদন লাগবে।

চিনকে ‘জবাব’ দিয়েছেন দলাই লামা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”পরবর্তী দলাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন ফোড্রাং ট্রাস্টের হাতে। এই প্রক্রিয়ায় বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।”

১৯৫৯ সালে চিনা হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বত থেকে দলবল সমেত পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বর্তমান দলাই লামা। তারপর থেকেই তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে বেজিং। দলাই লামা বহুবার ভারতের সাহায্য নিয়ে চিনের হাত থেকে তিব্বতকে স্বাধীন করার চেষ্টা করেছেন। সেই নেহরুর আমল থেকেই তাঁকে নিয়ে ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক টানাপোড়েন চলেছে। সেই টানাপোড়েনের মাত্রা যে এতটুকু কমেনি তা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভারতের প্রতিই কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন তিনি। তবে মৃত্যুর আগে একবার তিব্বতে ফেরার ইচ্ছের কথাও বলতে গিয়েছে তাঁকে। এবার চিন ফের হুঁশিয়ারি দিল দলাই লামাকে।

দলাই লামার এই সিদ্ধান্তকে ‘বৈপ্লবিক’ বলেই মনে করা হচ্ছে। তিব্বতিদের কাছে এই প্রশ্ন ছিলই যে দলাই লামার পরবর্তী সময়ে তাঁদের নেতা কে হবেন। সারা বিশ্বেই দলাই লামা অহিংসা, দয়া ও তিব্বতি সংস্কৃতি রক্ষার এক প্রতীক। বর্তমান দলাই লামা চতুর্দশ দলাই লামা। তাঁর নাম তেনজিন গ্যাস্টো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement