Advertisement
Advertisement
Bengaluru

দিদির উপর আক্রোশে ৬ বছরের বোনপোকে খুন, মাসিকে যাবজ্জীবন সাজা আদালতের

বোনঝিকেও বাড়ি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সে।

Court sentences woman to life imprisonment for murdering nephew in Bengaluru

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 7, 2025 2:42 pm
  • Updated:September 7, 2025 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিদির সঙ্গে ঝামেলা। শিক্ষা দিতে বোনপোকে খুন করে দেহ পুঁতে দেন বোন। বোনঝিকেও কোনও অনাথ আশ্রমে ছেড়ে দিয়ে আসার পরিকল্পনা করেছিল সে। সেই ঘটনায় মাসির যাবজ্জীবন সাজা শোনাল আদালত। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানার করেছে আদালত।

Advertisement

ঘটনাটি কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায়, বিবাহবিচ্ছিন্না অম্বিকা থাকতেন দিদি-জামাইবাবুর সঙ্গে। তার মাঝেই দিদির সঙ্গে ঝামেলা হয় তার। পরে মিটে গেলেও রাগ ছিল।  সেই ক্ষোভেই ২০২৩ সালে ৩০ নম্ভেবর দিদির ছেলে মধু ও মেয়ে মনুশ্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরয় অম্বিকা। বাড়ি থেকে দূরে একটি আমবাগানে নিয়ে গিয়ে বছর ছয়েকের মধুকে খুন করে দেহ পুঁতে দেয় সে। বোনঝিকে অনাথ আশ্রমে ছেড়ে আসার পরিকল্পনা করে।

সেই মোতাবেক একটি অটো করে যেতে যেতে মনুশ্রীকে বোঝাতে থাকে আশ্রমের সুবিধা। তাদের কথাবার্তায় সন্দেহ হয় অটো চালকের। তিনি অটো নিয়ে সোজা চলে যান পুলিশের কাছে। পুলিশ অম্বিকাকে জিজ্ঞাসাবাদ করতেই জেরার মুখে ভেঙে পড়েন তিনি। তার বয়ান অনুসারে, আমবাগানে যেতেই উদ্ধার হয় মধুর দেহ। বোনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দিদি-জামাই। গ্রেপ্তার করা হয় অম্বিকাকে।

তদন্তে উঠে আসে একাধিক তথ্য। তথ্য প্রমাণ জোগাড় করে পুলিশ। সব দিক খতিয়ে দেখে আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারীরা। খুনের উদ্দেশ্য আদালতে প্রমাণ করেন সরকারি উকিল। দীর্ঘ শুনানির পর, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement