সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মি কায়দায় শুটআউট পাঞ্জাবের অমৃতসরে। গুরুদ্বার থেকে বেরনো মাত্রই গুলিতে ঝাঁজরা অকালি দলের এক কাউন্সিলর। রবিবার ঘটনা ঘিরে তীব্র আতঙ্কের পরিবেশ এলাকায়। তিন বাইক আরোহী চলন্ত গাড়ি থেকে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
অমৃতসরের শিরোমনি অকালি দলের কাউন্সিলর হরজিন্দার সিং বাহমান। রবিবার তিনি গুরুদ্বারের একটি অনুষ্ঠানে যোগ দিতে অমৃতসর শহরের ছেহর্তায় গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান শেষে বেরনোর পরই তিন দুষ্কৃতী চলন্ত বাইকে তাঁর সামনে এসে গুলি চালাতে থাকে। দুষ্কৃতীদের মুখ মাস্কে ঢাকা ছিল। রাস্তায় লুটিয়ে পড়েন হরজিন্দার। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অমৃতসরের অতিরিক্ত পুলিশ কমিশনার হরপাল সিং রান্ধাওয়া বলেন, ”কাউন্সিলর হরজিন্দারের সামনে এসে তিনজন মুখোশধারী গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তাঁর শরীরে বহু ক্ষত হয়েছে, পথেই প্রাণ হারিয়েছেন কাউন্সিলর।” সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিন থেকে চারজন দুষ্কৃতী হরজিন্দারের দিকে এগিয়ে আসছেন। একজন ফোনে কথা বলছিলেন। বাকি দু’জনের হাতে ছিল গুলিভর্তি বন্দুক। সেই বন্দুক থেকেই গুলি ছুটে আসে হরজিন্দারের দিকে।
| Punjab: Akali Dal Councillor Harjinder Singh shot dead in Amritsar
Punjab Police ADCP Harpal Singh Randhawa says, “Bike-borne miscreants shot him. According to the family, 5-6 boys- Karan, Kishan, Suraj, against whom he had earlier complained that they sell drugs, are…
— ANI (@ANI)
নিহত কাউন্সিলরের পরিবার সূত্রে খবর, দুষ্কৃতীরা আগেও তাঁকে হুমকি দিয়েছিল। শুধু তাই নয়, একবার ভয় দেখাতে বাড়ির সামনে শূন্যে গুলিও চালিয়েছিল। মনে করা হচ্ছে, সেই একই দুষ্কৃতী দল এদিন হরজিন্দরকে গুলিতে ঝাঁজরা করে দিয়েছে। পাঞ্জাবের ভগবন্ত মান সরকারের তরফে জানানো হয়েছে, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডিজি নিজে ঘটনার তদন্ত করছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথেষ্ট তৎপর প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.