ছবি: প্রতীকী
করোনার তাণ্ডবে বিপর্যস্ত পৃথিবী। সবরকম চেষ্টা চালিয়েও রোখা যাচ্ছে না সংক্রমণ। ইতিমধ্যে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৭১ লক্ষ ৮৪ হাজার ৭৭০। মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৭০ হাজার ১৫২ জনের। ভারতেও মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২। মৃত ৩৪ হাজার ৯৬৮। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৬৯২ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৬ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৪৫: নাগাল্যান্ডে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল লকডাউন।
রাত ১০.৩৭: করোনা আতঙ্কে দমদম পার্কে এক প্রবীণ ব্যক্তিকে আবাসনে ঢুকতে বাধা স্থানীয়দের।
রাত ৯.৩৭: করোনা আক্রান্ত রাজ্যে বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম। দিন কয়েক ধরেই তিনি অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভরতি রয়েছেন।
রাত ৮.১২: লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বাংলায় একদিনে সংক্রমিত প্রায় আড়াই হাজার। মৃত্যু হয়েছে ৪৬ জনের।
সন্ধে ৭.৪৪: বিহারে ১৬ আগস্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল।
সন্ধে ৭.২৫: করোনা সংক্রমিত দিল্লি, মহারাষ্ট্র, চেন্নাই-সহ মোট ছয় শহর থেকে কলকাতায় উড়ান আসার উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ল। আগামী ১৫ আগস্ট পর্যন্ত কলকাতায় এই ছয় রাজ্যের বিমান আসতে পারবে না।
সন্ধে ৭.১৫: করোনা আক্রান্তে মারা গেলেন শিয়ালদহ স্টেশন পোস্টের আরপিএফ কর্মী মুজিবর রহমান। মালদহবাসী মুজিবর কয়লাঘাট ব্যারাকে থাকতেন। শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বি আর সিং হাসপাতালে ভর্তি হন। কবিড পজিটিভ হওয়ায় তাঁকে মঙ্গলবার হাওড়া অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালেই তাঁর মৃত্যু হয়।
সন্ধে ৭.০৫: ইদের জন্য আগামীকাল বীরভূমে লকডাউন কিছুটা শিথিল করা হল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিকেল পাঁচটা অবধি দোকান-বাজার খোলা থাকবে। যেটা এ কদিন দুপুর ১২টা অবধি খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছিল।
সন্ধে ৬.৫০: জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত আরও ৪৫০ জন।
450 new cases reported in Jammu and Kashmir today; 83 from Jammu division and 367 from Kashmir division. The total number of cases stands at 19,869 including 7,662 actives cases, 11,842 recoveries and 365 deaths: Government of J&K
— ANI (@ANI)
সন্ধে ৬.৪০: বাংলায়ও লকডাউনের নির্দেশিকা জারি করল নবান্ন। ৫ আগস্ট থেকে খুলছে জিম, যোগাকেন্দ্র।
সন্ধ্যা ৬.৩০: গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৫,৮৬৪। মৃত্যু হয়েছে ৯৭ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ২ লক্ষ ৩৯ হাজার ৯৭৮ জন।
5,864 new cases and 97 deaths reported in Tamil Nadu today, taking the total to 2,39,978 cases and 3,838 deaths till date.
5,295 patients were discharged today. 57,962 cases still active in the state: Health & Family Welfare Department,— ANI (@ANI)
সন্ধ্যা ৬টা: করোনার সংক্রমণ রুখতে অসাধারণ কাজ করছে ভারত। আগাম লকডাউন ঘোষণা করে হাসপাতাল তৈরির পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাকেও উন্নত করেছে বলে মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত।
India’s swift & decisive actions, particularity the early lockdown, clearly saved lives. India used its lockdown to increase the number of COVID hospitals, isolations beds & strengthen its testing & its health system generally: Barry O’Farrell, Australian High Commissioner,to ANI
— ANI (@ANI)
বিকেল ৫.৫০: পরিস্থিতি খতিয়ে দেখেই রাজ্যে জিম খোলার অনুমতি দেওয়া হবে। জানাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিস।
বিকেল ৫.৩০: রাজ্যের বাইরে থাকা আসা নাগরিকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল জম্মু ও কাশ্মীরের প্রশাসন।
As per the protocol issues by the Govt of Jammu and Kashmir, all air & rail passengers who have a valid contactable mobile number with Aarogya Setu application on their phones will be sent for home quaratine for 14 days or till their test results are reported negative.
— ANI (@ANI)
বিকেল ৫.২০: আগস্টের ৩১ তারিখ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার। কেউ যদি মাইনে দিতে না পারে তাহলে তার নাম কাটতেও বারণ করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
Madhya Pradesh government orders all government and private schools in the state to remain closed till 31 August.
— ANI (@ANI)
বিকেল ৪.৪০: দেশে ক্রমশই বাড়ছে সুস্থতার হার। এপ্রিলে যেখানে ৭.৮৫ শতাংশ ছিল বৃহস্পতিবার তা বেড়ে ৬৪.৪ শতাংশ হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি আরও জানান, এর মধ্যে ১৬টি রাজ্যের সুস্থতার হার দেশের গড় হারের থেকেও বেশি। আর মৃত্যুর হার (২.২১ শতাংশ) পৃথিবীর মধ্যে সর্বনিন্ম। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
16 states of the country have a recovery rate that is more than the national average. Of these, Delhi has recovery rate of 88%, Ladakh 80%, Haryana 78%, Assam 76%, Telangana 74%, Tamil Nadu & Gujarat 73%, Rajasthan 70%, MP 69% and Goa 68%: R Bhushan, Secretary, Ministry of Health
— ANI (@ANI)
দুপুর ৩.৩০: ৫ আগস্ট থেকে জিমগুলি খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তাই বেঙ্গালুরুর জিমগুলিতে চলছে স্যানিটাইজেশনের কাজ।
After Centre’s nod for re-opening on August 5, gyms in Bengaluru are carrying out sanitation work.
“We are taking all precautionary measures. A thermal scanner and sanitizer have been placed at the entrance of our gym,” Prasad Kumar, a gym owner.
— ANI (@ANI)
দুপুর ২.৩০: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
Pune: Maharashtra Chief Minister Uddhav Thackeray conducts review meeting with elected representatives on the measures taken to tackle the spread of . Deputy Chief Minister Ajit Pawar also present.
— ANI (@ANI)
দুপুর ১.২০: আক্রান্ত হলেন অযোধ্যার রাম মন্দিরের পুরোহিত-সহ নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন রক্ষী।
দুপুর ১.১০: সংক্রমণ বৃদ্ধির জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে তারাপীঠের মন্দির।
দুপুর ১২.৩০: লকডাউনের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়াল তামিলনাড়ু সরকার।
Tamil Nadu extends lockdown across the state till August 31 midnight, with certain relaxations. Complete lockdown on Sundays.
— ANI (@ANI)
দুপুর ১২.১০: গত ২৪ ঘণ্টায় তেলেঙ্গানায় আক্রান্ত ১৮১১। মৃত ১৩।
1,811 positive cases and 13 deaths reported in Telangana today. The total number of positive cases in the state rises to 60,717 including 44,572 recovered cases and 505 deaths: Government of Telangana
— ANI (@ANI)
সকাল ১১.৩০: করোনা চিকিৎসার পরিকাঠামো খতিয়ে শুক্রবার রাজ্যে আসছে আইসিএমআরের প্রতিনিধি দল। সাগর দত্ত ও উত্তর ২৪ পরগনার বেসরকারি কোভিড হাসপাতাল নিয়ে ওঠা অভিযোগও খতিয়ে দেখবে তারা।
সকাল ১১.২০: দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।
Delhi: Congress Interim President Sonia Gandhi holds meeting via video conferencing with Rajya Sabha MPs of the party over & political situation in the country.
— ANI (@ANI)
সকাল ১১.১০: ওড়িশায় নতুন করে আক্রান্ত ১২০৩। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ৩০,৩৭৮।
সকাল ১০.৪৫: রাজ্যে লকডাউনের জেরে ৫,৮,১৬,১৭,২৩,২৪ ও ৩১ আগস্ট বন্ধ থাকবে বিমান চলাচল। জানাল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
Flight operations at the airport will remain suspended on 5th, 8th,16th,17th, 23rd, 24th & 31st August 2020 as per the lockdown announced by West Bengal Government. Passengers are requested to contact concerned airlines for changes in flight schedule: Kolkata Airport
— ANI (@ANI)
সকাল ১০.৩০: গুরুতর অসুস্থ কোভিড যুদ্ধের প্রথম সারির চিকিৎসক ফুয়াদ হালিম। তাঁকে আইসিইউতে ভরতি করা হয়েছে।
সকাল ৯.৪৫: ভারতে নজির গড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৫২ হাজার ১২৩ জন। মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২। আর মৃত ৩৪ হাজার ৯৬৮। এখনও পর্যন্ত চিকিৎসাধীন ৫ লক্ষ ২৮ হাজার ২৪২। সুস্থ হয়েছেন ১০ লক্ষ ২০ হাজার ৫৮২।
Single-day spike of 52,123 positive cases & 775 deaths in India in the last 24 hours.
Total positive cases stand at 15,83,792 including 5,28,242 active cases, 10,20,582 cured/discharged & 34,968 deaths: Health Ministry
— ANI (@ANI)
সকাল ৮.৫০: বুধবার ভারতে ৪ লক্ষ ৪৬ হাজার ৬৪২টি নমুনা পরীক্ষা হয়েছে। ২৯ জুলাই পর্যন্ত মোট এক কোটি ৮১ লক্ষ ৯০ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল ICMR।
The total number of samples tested up to 29th July is 1,81,90,382 including 4,46,642 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)
— ANI (@ANI)
সকাল ৮.৩০: সংক্রমণ বৃদ্ধির মধ্যেই আশার আলো, দেশজুড়ে সুস্থ হলেন ১০ লক্ষের বেশি আক্রান্ত।
Number of recoveries crosses the 10 lakh mark in India: Ministry of Health & Family Welfare
— ANI (@ANI)
সকাল ৮টা: আকাশপথে চার মাস ব্রাজিল যেতে পারবেন না বিদেশিরা। সংক্রমণ রুখতে নয়া নিষেধাজ্ঞা জারি করল বলসোনারো প্রশাসন।
Brazil lifts four-month ban on foreigners arriving by air: AFP news agency
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.