Advertisement
Advertisement
করোনা

করোনা পরিস্থিতি: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর খবর নেই, টুইটারে জানাল কেজরি প্রশাসন

৩৪৯জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

Corona update: No death related to Coronavirus in Delhi during 24 hours
Published by: Sulaya Singha
  • Posted:May 4, 2020 9:03 am
  • Updated:May 4, 2020 10:56 pm  

করোনায় ত্রস্ত গোটা বিশ্ব। সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বে ৩৫ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৪৭ হাজার ছাড়িয়েছে। ভারতের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ। আক্রান্ত ৪২,৮৩৬। মৃত্যু হয়েছে ১৩৮৯ জনের। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে আজ থেকে লকডাউনের তৃতীয় দফায়  শর্তসাপেক্ষে  বেশ কিছু  ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। খুলছে মদের দোকান, সেলুন, স্পা-ও। বাংলার করোনা পরিস্থিতিও সন্তোষজনক নয়। ৬১ জনের মৃ্ত্যু হয়েছে এ রাজ্যে।  এখনও পর্যন্ত  আক্রান্ত হয়েছেন ১২৫৯। সুস্থ হয়েছেন ২১৮ জন। এই পরিস্থিতিতে ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

রাত ১০.২০: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নেই। যদিও বেড়েছে আক্রান্তের সংখ্য়া। টুইটারে জানাল স্বাস্থ্য দপ্তর।

রাত ৯: ফের পত্রবোমা রাজ্যপালের। করোনা পরিস্থিতি থেকে লকডাউনে রেশন বণ্টনে রাজ্যের ভূমিকার সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে ৪ পাতার চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

রাত ৮.২০:  করোনা আক্রান্ত কলকাতা পুলিশের স্পেশ্য়াল ব্রাঞ্চের এক অফিসার। খড়দহের বাসিন্দা ওই অফিসার ২৭ এপ্রিল জ্বর নিয়ে কলকাতা থেকে বাড়ি ফেরেন।  আজ তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বারাসতের কদম্বগাছির কোভিড হাসপাতালের ভরতি তিনি। পরিবারের ৫ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। 

রাত ৮: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বারাসত জেলা পুলিশের আধিকারিক ও কর্মীরা। মোট সাড়ে ৮ লক্ষ ৪৬ হাজার টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি, লকডাউনের শুরুর দিন থেকে এলাকার প্রৌঢ় ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য হেলপ লাইন নম্বর চালু করেছেন। এছাড়া কমিউনিটি কিচেন থেকে ফুটপাথবাসীদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন জেলা পুলিশের কর্মীরা।

সন্ধে ৭.১৫: কর্ণাটকের শহরাঞ্চলে চালু হতে পারে তথ্য-প্রযুক্তি সংস্থার কাজ। শুরু করতে চেয়ে অনলাইনে আবেদন করতে হবে সরকারের কাছে। সংক্রমিত এলাকায় অফিস খোলা যাবে না। জানাল ইয়েদুরাপ্পা প্রশাসন। 

সন্ধে ৬.৩৫: বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগ। ৭ মে থেকে ধাপে ধাপে ফেরানোর কথা ঘোষণা কেন্দ্রের।

সন্ধে ৬.২৭: চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ পিয়ারলেস হাসপাতালের ৫ জন করোনা আক্রান্ত। সংক্রমণ এড়াতে নতুন করে কোনও রোগী ভরতি করা হবে না। জানিয়ে দিল কর্তৃপক্ষ। 

বিকেল  ৫.৪৫: দেশে আক্রান্তের সংখ্য়া বেড়ে  ৪২,৮৩৬। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৭৩ জন আক্রান্ত, মৃত্যু হয়েছে ৮৩ জনের। টুইট করে জানাল স্বাস্থ্যমন্ত্রক। 

বিকেল ৫.৩০: ”রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১২৫৯। এঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৮ জন, শতকরা হার ১৭.৩২%।  এই মুহূর্তে চিকিৎসাধীন ৯০৮ জন। মৃতের সংখ্যা বেড়ে ৬১।” নবান্নে ঘোষণা মুখ্যসচিব রাজীব সিনহার। 

বিকেল ৫.১০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলীপ ঘোষের। আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধির মতো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করার পরামর্শ দিলেন রাজ্য বিজেপি সভাপতি।
বিকেল ৪.৫০:
নয়ডার রাস্তায় থুতু বা গুটখার পিক ফেললে জরিমানা করা হবে। প্রথমবারের অপরাধে জরিমানা ৫০০ টাকা। দ্বিতীয়বার তা করলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে।


বিকেল ৪.৩৫:
 কেন্দ্রীয় প্রতিনিধি দলের এসকর্ট গাড়ির চালক করোনায় আক্রান্ত। যদিও তিনি প্রতিনিধি দলের কারও সংস্পর্শে আসেননি বলেই জানা যাচ্ছে। তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।


বিকেল ৪.১০:
পুণেতে করোনার বলি এক এএসআই আধিকারিক। গত ১২ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি।
বিকেল ৪.০০:
বাংলায় মদ কেনা-বেচা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল আবগারী দপ্তর। নয়া নিয়ম অনুযায়ী, একজন ক্রেতাকে দু’বোতলের বেশি মদ দেওয়া যাবে না। সেই সঙ্গে একই সময় লাইনে পাঁচজনের বেশি দাঁড়াতে পারবেন না। দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান।
বেলা ৩.৩৫:
করোনার জেরে এবার স্থগিত সিভিল সার্ভিস পরীক্ষা। আগামী ৩১ মে পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন দিনক্ষণ ২০ মে ঘোষণা করা হবে।
বেলা ৩.০৫:
মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। পূর্ব দিল্লিতে মদের দোকান খোলার পরও সমস্ত দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিল পুলিশ।
বেলা ২.৪০:
কেন্দ্রের সহায়তায় ট্রেনে করে ত্রিপুরায় আটকে পড়া ৩৩ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানো হবে। জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।


বেলা ২.২৫: কেন্দ্রের নির্দেশিকা মেনে হরিয়ানায় খুলল সেলুন। সেলুনের ভিতর এক সময় একজন কর্মী ও একজন খদ্দেরই শুধু থাকার অনুমতি পাবেন।
বেলা ২.০৫:
বিশেষ ট্রেনে বিহারে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁরা পৌঁছনোর পর ২১ দিনে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর প্রত্যেককে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বেলা ১.৪০:
ফের বাংলার মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি দলের। এদিন রাজ্য ছাড়ার আগে করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ তোলা হল চিঠিতে। পাশাপাশি রাজ্যের তরফে কোনও সাহায্য মেলেনি বলেও অভিযোগ। করোনা সংক্রান্ত তথ্য নিয়ে রাজ্যকে স্বচ্ছতা বজায় রাখা নির্দেশ দেওয়া হয়েছে।


বেলা ১.৩০:
এই প্রথম NAM সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মোকাবিলা নিয়ে হবে আলোচনা।
বেলা ১.১৫: 
দিল্লির সিজিও কমপ্লেক্সের বিএসএফ হেডকোয়ার্টারে সোমবার এক কর্মী করোনায় আক্রান্ত হয়। যার জেরে বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলা সম্পূর্ণ সিল করে স্যানিটাইজ করা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ।


বেলা ১.০৫:
মদের দোকানের বাইরে লম্বা লাইন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সেই কারণে দিল্লির করোল বাগে মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।
বেলা ১২.৩০:
লকডাউনের তৃতীয় পর্বে প্রথমবার দিল্লির সচিবালয়ে ক্যাবিনেট বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ থেকে রাজধানীতে অনেকটাই শিথিল লকডাউন।


বেলা ১২.০৫:
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার দুপুর ৩টের মধ্যেই কলকাতায় পৌঁছনোর কথা তাদের। এদিন হয়তো কলকাতা বা তার আশেপাশের এলাকায় ঘুরবে না দলটি। বরং করোনা মোকাবিলায় কী করণীয়, সে বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতির আপডেট নেবে।
সকাল ১১.৪৫:
দিল্লির কাশ্মীরি গেট এলাকায় মদের দোকান খুলতেই উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব না মেনেই লাইনে ক্রেতারা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের। ছত্তিশগড়েও মানা হচ্ছে না সোশ্যাল ডিসটেন্সিং।


সকাল ১১.১০:
পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়ায় ৮৫ শতাংশ ভরতুকি দিয়েছে রেল। মাত্র ১৫ শতাংশ শ্রমিকদের থেকে তুলে দিতে হবে রাজ্য সরকারকে। দাবি বিজেপির।
সকাল ১০.১৮:
সর্দার প্যাটেল ন্যাশনাল ইউনিটি পুরষ্কারের মনোনয়ন দেওয়ার মেয়াদ বাড়িয়ে করা হল ৩০ জুন। জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। 


সকাল ৯.৫৫: 
৪ মে সকাল ৯টা পর্যন্ত দেশে করোনা টেস্ট হয়েছে ১১ লক্ষ ৭ হাজার ২৩৩টি। জানাল আইসিএমআর।
সকাল ৯.৪৮:
গোয়া, অন্ধ্রপ্রদেশের একাধিক শহরে শর্তসাপেক্ষে খুলল সেলুন, স্পা। সকাল থেকে ক্রেতাদের ভিড়।


সকাল ৯.২০:
দেশে লডকাউনের সময়সীমা আরও বাড়ার জের। শেয়ার বাজারে ধস। সেনসেক্স পড়ল ১৪০০ পয়েন্ট। 
সকাল ৮.৫০:
দেশে ফের লাফিয়ে বাড়ল আক্রান্তের সংখ্যা। করোনার কবলে মোট ৪২,৫৩৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭২ জন ও আক্রান্ত ২৫৫৩। মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৩। অ্যাকটিভ কেস ২৯,৪৫৩। সুস্থ হয়ে উঠেছেন ১১,৭০৭ জন। দেশের মধ্যে সবচেয়ে করুন পরিস্থিতি মহারাষ্ট্রের। জানাল স্বাস্থ্যমন্ত্রক।


সকাল ৮.৩০:
আজ থেকে শর্তসাপেক্ষে কর্ণাটকে খুলছে মদের দোকান। সকাল ৯টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত হবে কেনা-বেচা। দীর্ঘদিন পর দোকান খোলায় সকাল সাতটা থেকেই দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছেন সুরাপ্রেমীরা। ছত্তিশগড়েও সোমবার সকালে ধরা পড়েছে একই ছবি।
সকাল ৮.১০:
পরিযায়ী শ্রমিকদের রেল যাত্রার খরচ নেবে না কেন্দ্র। এই ঘোষণার পরই সরব হয়েছিল বিরোধীরা। এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানালেন, পরিযায়ী শ্রমিক ও কর্মীদের রেল যাত্রার খরচ বহন করবে প্রদেশ কংগ্রেস কমিটি। তাঁদের যাতে বাড়ি পৌঁছতে কোনও সমস্যা না হয়, তার সব ব্যবস্থা করবে কংগ্রেস।

 

[আরও পড়ুন: ‘করোনা নিয়েই চলতে হবে’, দিল্লিতে লকডাউন তুলে দেওয়ার অনুরোধ কেজরিওয়ালের]

সকাল ৭.৪৫: লকডাউনের মধ্যে রেড জোনেও মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র। যাতে তীব্র আপত্তি দেখিয়েছেন ঔরঙ্গাবাদের সাংসদ। তাঁর দাবি, এখন মদের দোকান খুললে সংক্রমণের আতঙ্ক বাড়বে। তাই এটা মদের দোকান খোলার সঠিক সময় নয়। প্রয়োজনে জোর করে দোকান বন্ধ করা হবে।
সকাল ৭.২০: মার্কিন মুলুকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনার বলি ১৪৫০ জন। খবর জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে।
সকাল ৭.০০: চলতি বছরের শেষেই আমেরিকার হাতে থাকবে করোনার প্রতিষেধক। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement