আনলক ২ পর্বে রয়েছে ভারত। তাতে হু হু করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যের কনটেনমেন্ট জোন চিহ্নিত করে নতুন করে লকডাউনের নিয়মকানুন জারি হয়েছে। এখনও পর্যন্ত দেশে ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ হাজার ৬০৪ জনের। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১০৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮০ জনের। এখানেও কোথাও কোথাও নতুন করে চলছে লকডাউন। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১১.০০: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। একাধিক দেশ তা করে দেখিয়েছে। দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
There are many many examples from around the world that have shown that even if the outbreak is very intense, it can still be brought back under control: Director-General of the World Health Organisation (WHO) Tedros Adhanom Ghebreyesus.
— ANI (@ANI)
রাত ১০.৪০: সরানো হল দিল্লি এইমস ট্রমা কেয়ার সেন্টারের সুপারিনটেন্ডেন্ডকে। ৬ জুলাই এক কোভিড রোগী হাসপাতাল থেকে লাফ দিয়ে আত্মহ্ত্যা করেন। সেই ঘটনায় আধিকারিককে সরিয়ে দেওয়া হল বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
Ordered immediate replacement of Medical Superintendent of AIIMS Trauma Centre: Union Health Minister Dr Harsh Vardhan
— ANI (@ANI)
রাত ১০.০০: কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা। এই জোনের সংখ্যা ২৫ থেকে বেড়ে দাঁড়াল ২৮।
রাত ৯.০০: আরও ৭৩ জন বিএসএফ কর্মী করোনা আক্রান্ত।
রাত ৮.৪৫: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৮৬২ জন। ফলে সে রাজ্যে সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২,৩৮, ৪৬১জন।
রাত ৮.৩০: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২০৮৯ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের।
রাত ৮.০০: দিল্লির এইমসের হস্টেলের দশতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন এক জুনিয়ার রেসিডেন্ট ডাক্তার। শুক্রবার সন্ধেয় তাঁর মৃত্যু হল। এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ।
সন্ধে ৭.৩০: গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত ১১৯৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। ফলে রাজ্যে সংক্রমিতে সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭,১০৯ জন। মৃতের সংখ্যা বেড়ে ৮৮০ জন।
সন্ধে ৭.২০: করোনা আক্রান্ত অভিনেত্রী কোয়েল মল্লিক-সহ গোটা পরিবার। কোভিড পজিটিভ রঞ্জিত মল্লিকও।
সন্ধে ৭.১২: স্নাতক-স্নাতকোত্তরে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে সিলমোহর উপাচার্য পরিষদের। পড়ুয়াদের পাশে রাজ্যপালও।
সন্ধে ৭.০৫: কোভিড রোগীদের কাউন্সেলিংয়ের জন্য কল সেন্টার তৈরি করছে তেলে
The state government has set up a dedicated call centre for the public to provide counselling and care instructions to Covid 19 patients, both asymptomatic/Pre-symptomatic and isolation cases. It is being followed up on day to day basis up to 17 days in normal circumstances.
— IPRDepartment (@IPRTelangana)
ঙ্গানা সরকার।
সন্ধে ৬.০৫: পুণেতে দু’ধাপে হবে লকডাউন। ১৩ থেকে ১৮ জুলাই এবং ১৮ থেকে ২৩ জুলাই। বিস্তারিত জানালেন পুরসভার কমিশনার।
From 13-23 July there’ll be lockdown in the city. It’ll be in two phases – first between 13 to 18 July when only medical shops, dairies & hospitals will be allowed to remain open. Newspapers also allowed: Shekhar Gaikwad, Commissioner, Pune Municipal Commission (1/2) (file pic)
— ANI (@ANI)
বিকেল ৫.৪২: আগামী দু’দিনের মধ্যে নিত্যপ্রয়োজনী পণ্য কিনে বাড়িতে মজুত করুন, পুণেতে লকডাউন ঘোষণার পর বাসিন্দাদের বললেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। পুণের ২২টি গ্রামীণ এলাকায় ১৩ তারিখ থেকে লকডাউন।
People must purchase essentials within the next two days because after that only essential services will be open. If we have to break the chain then we must ensure that there no contact among people: Maharashtra Deputy CM Ajit Pawar
— ANI (@ANI)
বিকেল ৫: মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিতে উদ্বেগ। সম্পূর্ণ লকডাউন জারি পুণেতে। ১৩ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত গ্রামীণ এলাকায় সব বন্ধ। ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর দোকান খোলা থাকবে। জানিয়েছেন পুণের ডিভিশনাল কমিশনার।
বিকেল ৪.০৬: সেপ্টেম্বর থেকে আগামী শিক্ষাবর্ষ চালু হবে কর্ণাটকের বিশ্ববিদ্যালয়ে। অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করা যাবে। বিজ্ঞপ্তি জারি করল কর্ণাটক প্রশাসন।
Next academic session in the universities will be through online classes tentatively from September 1, 2020, for the first and higher semester and offline (classroom) teaching from October 1 or as may be directed by state government/MHA/UGC guidelines: Karnataka government
— ANI (@ANI)
দুপুর ৩.৩০: করোনা আক্রান্ত তামিলনাড়ুর মন্ত্রী সেল্লুর রাজু।
দুপুর ৩.১৯: ICSE পরীক্ষায় এবছর পাশের হার ৯৯.৩৪ শতাংশ। পশ্চিমবঙ্গে পাশ করেছে ২৪ হাজার ৪৫৩ জন। ISC’ তে পাশের হার ৯৬.৮৪ শতাংশ। তবে এ বছর কোনও মেধা তালিকা প্রকাশ করা হল না কাউন্সিলের তরফে।
দুপুর ৩.০১: প্রকাশিত হল এবছরের ICSE, ISC পরীক্ষার ফলাফল। কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইট cisce.org OR results.cisce.org. এ লগ ইন করলে দেখা যাবে ফল। এছাড়া এসএমএস করেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। করোনা পরিস্থিতির জেরে এবছর প্রি-বোর্ড এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে চূড়ান্ত মার্কশিট তৈরি হয়েছে।
দুপুর ২.৪০: করোনা পরিস্থিতি মোকাবিলায় সমস্ত সচিবদের নিয়ে বৈঠকে তামিলনাডুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। চিকিৎসা ব্যবস্থা নিয়েও আলোচনা।
Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami today held a meeting with the Central Committee at the Chief Secretariat regarding the preventive measures taken against in Tamil Nadu and the treatment provided to the infected persons: Tamil Nadu CMO
— ANI (@ANI)
দুপুর ১.৫৬: কনটেনমেন্ট জোনে লকডাউন অমান্য করায় গ্রেপ্তার, টাকি রোডের উপর ধৃতদের কান ধরে ওঠবোস করাল পুলিশ।
দুপুর ১.৫০:আনলক ২ পর্বে শুরু হয়েছে সমস্ত অফিসের কাজ। ভিন রাজ্য থেকে দিল্লিতে ফিরে কাজে যোগ দিলেন পরিযায়ীরা।
Delhi: Migrants are returning to the national capital to resume their work as commercial activities begin. A migrant says, “I had a job here but due to outbreak, I had to leave for my hometown. But now I have come back to work here.”
— ANI (@ANI)
দুপুর ১.৩৫: করোনা সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়া সত্ত্বেও হেলদোল নেই বাসিন্দাদের। কনটেনমেন্ট জোনে রাস্তায় বেড়া নেই, চলছে অবাধ যাতায়াত। ভিড় বাজারেও।
দুপুর ১.১০: দেশে করোনামুক্তির হার ৬৩ শতাংশ। রোজ আড়াই লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হচ্ছে। পরিসংখ্যান দিয়ে গোষ্ঠী সংক্রমণের কথা ফের উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
Recovery rate among COVID-19 patients stands at about 63%, mortality rate is just 2.72%. We are not concerned about the number of cases. We are ramping up testing so that maximum cases can be detected & treated: Union Health Minister Harsh Vardhan (1/2)
— ANI (@ANI)
দুপুর ১২.১৫: পিপিই’র দাবিতে বেঙ্গালুরুতে আশা কর্মীদের বিক্ষোভ। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ। পিপিই না পেলে কাজে বয়কটের ডাক। উঠল মাসিক ১২ হাজার টাকা বেতনের দাবিও।
Karnataka: A group of ASHA workers linked to All-India United Trade Union Centre stage a demonstration in Bengaluru, demanding PPE kits & Rs 12,000 monthly salary. An ASHA worker says, “We’ve sent letters of demand to many other govt offices but received no response so far.”
— ANI (@ANI)
বেলা ১১.৫৭: মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ৯ দিনের কারফিউ শুরু হয়েছে আজ থেকে। ব্য়ারিকেড ঘেরা শুনশান রাস্তা দেখে নিজেই চমকে গেলেন পুলিশ কমিশনার চিরঞ্জীব প্রসাদ। করোনা যুদ্ধে প্রশাসনের জারি করা নিয়ম মেনে চলছেন জনতা, ধন্যবাদ জানালেন সিপি।
Maharashtra: Streets wear a deserted look in Aurangabad as the city observes ‘janta curfew’. Police Commissioner Chiranjeev Prasad says, “I thank people of Aurangabad for their cooperation. We believe that the nine-day long curfew will help us slow down the spread of COVID-19.”
— ANI (@ANI)
বেলা ১১.২০: UGC’র নয়া গাইডলাইন নিয়ে আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন রাজ্যের উচ্চশিক্ষা সচিব। এবার ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে আলোচনা করতে ১৫ তারিখ রাজভবন যাবেন সচিব মণীশ জৈন। টুইট করে পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে এই খবর দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘরোয়া ভাবে কথা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে আলোচনা করতে উচ্চশিক্ষা সচিব আজ রাজভবনে আসছেন। ১৫ জুলাই উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর যৌথভাবে আমরা এর সঙ্গে কথা বলব। বিদ্যার্থীরা আমার হৃদয়ের খুব কাছে রয়েছেন। তাঁরাই আমার অগ্রাধিকার।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
বেলা ১১.০৪: দক্ষিণ দিনাজপুরের ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। এবার করোনা আক্রান্ত গঙ্গারামপুরের বিডিও। বৃহস্পতিবার রাতে রিপোর্ট পজিটিভ হয়েছে তাঁর। বিডিও অফিস জীবাণুমুক্ত করার তোড়জোড়।
সকাল ১০.১২: করোনার মারে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতি সংকটজনক হওয়ার আশঙ্কায় ১৫ লক্ষ কবর খোঁড়ার কাজ চালাচ্ছে প্রশাসন। প্রিটোরিয়া, জোহানেসবার্গে মতো জনবহুল শহরে চলছে কাজ।
সকাল ৯.৩২: দেশে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৬,৫০৬ জন। আক্রান্তের সংখ্যা ছুঁতে চলল ৮ লক্ষ। মৃত্যু হয়েছে ৪৭৫জনের।
India reports 475 deaths and the highest single-day spike of 26,506 new cases in the last 24 hours. Positive cases stand at 7,93,802 including 2,76,685 active cases, 4,95,513 cured/discharged/migrated & 21,604 deaths: Ministry of Health & Family Welfare
— ANI (@ANI)
সকাল ৯:ব্যাংক কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় চিন্তা।কলকাতা এবং রাজ্যের অন্য়ান্য কনটেনমেন্ট জোনে ব্যাংকিং পরিষেবা কীভাবে, তার পরামর্শ চেয়ে এবং নিজেদের সমস্যার কথা জানিয়ে মুখ্যসচিবকে চিঠি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের।
সকাল ৭.৫৬: দেশের করোনা পরিস্থিতি নিয়ে আরও একটি সেরো সারভে করতে চায় ICMR. মে মাসের সমীক্ষার দ্বিতীয় অংশ হিসেবে এটি করা হবে বলে সূত্রের খবর।
সকাল ৭.৩০: করোনা মোকাবিলায় গাফিলতির অভিযোগ, হাসপাতালের পরিকাঠামোয় ছিল না নজর। জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে লাগাতার মতবিরোধ। একগুচ্ছ কারণে বদলি উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা। তাঁর জায়গায় দায়িত্বে এলেন স্বাস্থ্য ভবনের এডিএইচএস তাপস কুমার রায়।
সকাল ৭: আজ আইসিএসই, আইএসসি পরীক্ষার ফলপ্রকাশ। দুপুর ৩ টে নাগাদ ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এসএমএস করেও ফল জানতে পারবে পড়ুয়ারা।
সকাল ৬.৪০: আনলক ২ পর্বেও দেশে চালু হয়নি জিম, সুইমিং পুল। তামিলনাডুতে এতদিন ধরে উপার্জনহীন থাকায় বিপাকে জিম ট্রেনাররা। বাড়ি ভাড়া দিতেও সমস্যা হচ্ছে, জানাচ্ছে তাঁদের একাংশ।
Tamil Nadu: Gym owners & trainers in Chennai say they’re facing hardships amid pandemic as gyms are closed. JK Ravi, a gym owner, says, “I tried to manage till June but I can’t buy pay rent anymore. Surviving has become difficult as all my savings have exhausted”. (9.7)
— ANI (@ANI)
সকাল ৬: করোনা আক্রান্ত আরও এক রাষ্ট্রপ্রধান। বলিভিয়ার প্রেসিডেন্ট জিনাইন আনেজ করোনা পজিটিভ, খবর জানালেন নিজেই।
Bolivia’s president Jeanine Anez says she has tested positive for the coronavirus: Reuters (File pic)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.