সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারুদের ওপর দাঁড়িয়েছিল বাবা রহিমের ডেরা। টানা দ্বিতীয় দিন তল্লাশিতে মিলেছে প্রচুর বিস্ফোরক। মিলল অবৈধ বাজি খারখানা। ইতিমধ্যেই তা সিল করা হয়েছে।
[ ‘বাবা’র ডেরায় কমান্ডোদের ম্যারাথন তল্লাশি, উদ্ধার কয়েকশো সাধ্বীর কঙ্কাল ]
এর আগে বাবার ডেরায় চোখ রেখে চমকে উঠেছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। যৌন লালসা চরিতার্থ করতে রীতিমতো কণ্ডোম ও গর্ভনিরোধকের গুদাম বানিয়ে ফেলেছিলেন বাবা। এমনকী জলের তলায় সেক্স কেভেরও দেখা মিলেছে। যেখানে পুলিশি অভিযানে প্রতি মুহূর্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রথমদিনের তল্লাশিতেই বাবার ডেরায় পাওয়া গিয়েছে একাধিক সাধ্বীর কঙ্কাল। এমনকী যে মরদেহগুলি মেডিক্যাল কলেজে পাঠানোর কথা ছিল, সেরকমও বেশ কিছু কঙ্কাল উদ্ধার হয়েছে। দ্বিতীয় দিন তল্লাশি চালিয়ে পাওয়া গেল প্রচুর বিস্ফোরক। এমনকী অবৈধ বাজি কারখানাও ছিল বাবার ডেরায়। তা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। উদ্ধার হয়েছে অনেক বাজি। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন নাবালককেও উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশ ও হরিয়ানার কাইথাল থেকে তাদের আনা হয়েছিল বলেই জানা যাচ্ছে। লেবেলহীন বহু ওষুধও পাওয়া গিয়েছে বাবার ডেরা থেকে। দ্বিতীয় দিনের তল্লাশিতেই যে বিপুল পরিমাণ জিনিস পাওয়া গিয়েছে তাতে হতবাক পুলিশ। আরও খোঁজে বহু বিস্ফোরক সামগ্রী উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।
Haryana: Fire crackers factory sealed, explosives & fire-crackers seized from as search continues in Dera HQ in Sirsa
— ANI (@ANI)
[ মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাঠিয়ে বন্যার্তদের ‘সাহায্য’ বাবা রামদেবের! ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.