Advertisement
Advertisement
PM Narendra Modi

‘পাকিস্তানের মিথ্যা প্রচার দেশে ছড়াচ্ছিল কংগ্রেস’, সংসদে সিঁদুর আলোচনায় তোপ মোদির

আর কী বললেন মোদি?

Congress was spreading false propaganda of Pakistan, PM Narendra Modi attacks Congress
Published by: Subhodeep Mullick
  • Posted:July 29, 2025 6:53 pm
  • Updated:July 29, 2025 7:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মিথ্য়া প্রচার দেশে ছড়াচ্ছিল কংগ্রেস। মঙ্গলবার সিঁদুর আলোচনায় সংসদে দাঁড়িয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি জানান, অপারেশন সিঁদুরের পর গোটা বিশ্বের সমর্থন পেলেও কংগ্রেস আমাদের পাশে দাঁড়ায়নি।

Advertisement

এদিন প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে কংগ্রেস শুধু পাকিস্তানের উপরই নির্ভর করে থাকে। কংগ্রেস পাকিস্তানকে ক্লিন চিটও দিয়ে দিয়েছে। দলটি আসলে রিমোট কন্ট্রোলের মতো কাজ করে। পাকিস্তান যা বলে, তা-ই ওরা বিশ্বাস করে। অপারেশন সিঁদুরের পর গোটা বিশ্বের সমর্থন পেলেও কংগ্রেস আমাদের পাশে দাঁড়ায়নি।” মোদি আরও বলেন, “সার্জিকাল স্ট্রাইক এবং বালাকোট এয়ার স্ট্রাইকের সময়ও কংগ্রেস প্রমাণ চেয়েছিল। এবারও একই কাজ করেছে কংগ্রেস।”

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পহেলগাঁও সন্ত্রাস ইস্যুতে তদন্তকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা। তিনি বলেন, “পাকিস্তানিরা এই যে এই সন্ত্রাসে জড়িত ছিল সে সংক্রান্ত কোনও তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি।” চিদম্বরম আরও বলেন, “হতে পারে স্থানীয় জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত। এনআইএ কি পাকিস্তান থেকে জঙ্গিদের আসার কোনও সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে?” এরপরই তাঁর বার্তা, ”এমন গুরুতর ইস্যুতে স্পষ্ট তথ্য প্রমাণ থাকা উচিৎ।” স্বাভাবিকভাবেই চিদম্বরমের এই মন্তব্যের পর বিতর্ক তৈরি হয়। কংগ্রেসকে নিশানা নিয়ে কড়া সুরে আক্রমণ সানায়  বিজেপি। এরপর মঙ্গলবার সেই প্রসঙ্গ উথ্থাপন করে হাত শিবিরকে তুলোধনা করলেন মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ