সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে বারবার সরব হয়েছেন বিরোধীরা। কিন্তু বাদল অধিবেশনে সংসদে এখনও আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার তাঁকে খোঁচা মেরে কংগ্রেস ‘নিরুদ্দেশের সন্ধানে’ ছবি পোস্ট করল। সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে, ‘নাম- নরেন্দ্র মোদি। বয়স-৭২ বছর। রং-গেরুয়া।
পোশাক- দিনে ৪ বার বদলান।’ সেই সঙ্গে ‘শনাক্তকরণ চিহ্ন’ হিসেবে লেখা হয়েছে ‘প্রয়োজনীয় বিষয়ে নীরবতা এবং অপ্রয়োজনীয় বিষয়ে দীর্ঘ ‘মিথ্যাভাষণ’ দিতে দেখা যায়। ক্যামেরা খুব পছন্দ করেন। শেষবার কিছু একটা উদ্বোধন করতে দেখা গিয়েছিল। মণিপুর ইস্যুতে কেউ যাতে প্রশ্ন না করে বসেন, সেই আতঙ্কে গত ৬ দিন সংসদে পা রাখেননি। জনতার আবেগময় আকুতি- প্রিয় প্রধানমন্ত্রী, সংসদে ফিরে আসুন। আপনি সংবিধানের শপথ নিয়েছিলেন। এবার রাহুল গান্ধীও নেই সংসদে, ঘাবড়াবেন না। বিরোধী সাংসদরা মণিপুর ইস্যুতে আলোচনা করতে চান। আপনাকে কেউ কিছু বলবে না।’
गुमशुदा की तलाश
— Congress (@INCIndia)
প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবিকে কেন্দ্র করে একাধিকবার অচল হয়েছে বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। বৃহস্পতিবারও বেলা দু’টো পর্যন্ত স্থগিত রাখা হয় দুই কক্ষের অধিবেশন। কিন্তু সংসদে এখনও আসেননি প্রধানমন্ত্রী। এবার তাই অভিনব খোঁচা দিল হাত শিবির।
এদিকে এদিন সংসদে ভাষণ দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সাফল্য থেকে শুরু করে ভারতের বিদেশনীতি প্রসঙ্গে নানা প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তৃতায়। সেই ভাষণের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইট করে তিনি বলেন, “আজকে সংসদে নরেন্দ্র মোদির মন্ত্রী বিদেশনীতি প্রসঙ্গে ৩০ মিনিট ধরে বিবৃতি পড়ে গেলেন। তাতেই বোঝা যায়, সরকারের কাছে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ। মণিপুরের দুর্গত মানুষের চেয়েও মোদির কাছে পর্যটন অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.