সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুলওয়ামায় জইশ হানার পরেও, বালাকোট ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইক উচিত হয়নি৷’ পাকিস্তানের প্রতি সহমর্মিতা দেখিয়ে, দেশের সেনাকে ফের রাজনীতির রঙ্গমঞ্চে টেনে আনলেন রাহুল গান্ধীঘনিষ্ঠ কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা৷ সেনাকে কাঠগড়ায় তুললেন ওই কংগ্রেস নেতা৷ এবং তাঁর এই বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করেই এবার কংগ্রেসকে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পিত্রোদার মন্তব্যে কংগ্রেস এতটাই চাপে পড়েছে যে, তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ স্যাম পিত্রোদাকে তলব করলেন তিনি৷
[তিনমাস বেতন হয়নি, প্রধানমন্ত্রীর দ্বারস্থ জেট এয়ারওয়েজের বিমানচালকরা ]
কেবল পাকিস্তানের পাশে দাঁড়ানোই নয়, আদৌ সেনা এয়ারস্ট্রাইক করেছে কি না, সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেন কংগ্রেসের এই নেতা৷ সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, ‘‘যদি তাঁরা (ভারতীয় বায়ুসেনা) সত্যি ৩০০ জন জঙ্গিকে খতম করে থাকে, তবে এর কোনও প্রমাণ দিতে পারবে?’’ এখানেই শেষ নয়, পুলওয়ামা জইশ জঙ্গি হানায় ৪৯ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনাকেও হালকা ভাবে দেখাতে চান তিনি৷ বলেন, ‘‘ওই হামলা সম্পর্কে আমাদের বেশি কিছু জানা নেই৷ তবে এমন হামলা প্রায়শই হয়ে থাকে৷ মুম্বইতেও হয়েছে৷ আমরা তখনও প্রত্যুত্তোর দিতে পারতাম৷ বিমান পাঠাতে পারতাম৷ কিন্তু এটা সঠিক কাজ নয়৷ আমার মতে এভাবে সমস্যার সমাধান আসবে না৷’’
দেশের সেনাকে কাঠগড়ায় তুলতে পিত্রোতা যে বিতর্কিত মন্তব্য করেছেন, কড়া ভাষায় এর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পিত্রোদার বক্তব্যকে উদ্ধৃত করে মোদি জানান, ‘‘আবারও বিরোধীরা আমাদের সেনাকে অপমান করল৷ ভারতবাসীর কাছে আমার একটাই অনুরোধ, বিরোধী নেতাদের মন্তব্যের বিষয়ে আপনারা প্রশ্ন করুন৷ তাঁদের বলুন, ১৩০ কোটি দেশবাসী তাঁদের কোনও মন্তব্য ভুলে যাবে না এবং তাঁদের ক্ষমা করবে না৷’’
[বারাণসী থেকে ভোটে লড়ছেন মোদি, গান্ধীনগর থেকে ময়দানে অমিত শাহ]
দেশের সেনার বীরত্বের বিষয়ে সুস্পষ্ট প্রশ্ন করলেও, সীমান্তে বারবার পাকসেনা যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে৷ এবং পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি যে বারবার ভারতকে রক্তাক্ত করছে, এর প্রতিকারের বিষয়ে কোনও যথাযথ পথ বাতলে দিতে পারেননি কংগ্রেসের এই নেতা৷ তবে এই প্রথম নয়, এর আগে আরও এক কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-ও এয়ারস্ট্রাইকের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন৷ যেখানে সেনা স্বীকার করেছে এয়ারস্ট্রাইক সফল হয়েছে৷ এবং যে টার্গেটে আঘাত করার ছিল, সেখানেই হামলা করা হয়েছে৷ তারপরেও বালাকোটে আদৌ কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কিনা, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন একাধিক বিরোধী নেতা৷
Sam Pitroda, Congress on , says, “All I say is, event based politics doesn’t make sense. Nirav Modi is an event. I am talking more about the holistic approach, which is embedded inclusion, which is embedded in what kind of a nation we want to build.”
— ANI (@ANI)
Opposition insults our forces time and again.
I appeal to my fellow Indians- question Opposition leaders on their statements.
Tell them- 130 crore Indians will not forgive or forget the Opposition for their antics.
India stands firmly with our forces.
— Chowkidar Narendra Modi (@narendramodi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.