সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “হিন্দুরা কখনও সন্ত্রাসবাদী হতে পারে না”, বুধবার রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক চলাকালীন দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাকতালীয়ভাবে বৃহস্পতিবারই ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর-সহ ৭ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে এনআইএ বিশেষ আদালত। এরপরেই আসরে নামল বিজেপি। প্রবীণ গেরুয়া নেতা রবি শংকর প্রসাদ বললেন, “আদালতের রায়ে কংগ্রেসের ‘হিন্দু সন্ত্রাস’-এর থিওরি ধূলিসাৎ হল। রাজনৈতিক ষড়যন্ত্রে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সত্যের জয় হল।”
২০০৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণে ৬৮ জন নিহত হয়েছিলেন। একই বছরে হায়দরাবাদের মক্কা মসজিদে জুম্মার নমাজের সময়ে বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হন। ২০০৭-এই রাজস্থানের আজমের শরিফ দরগায় বোমা বিস্ফোরণে ৩ জন নিহত এবং অনেকে আহত হন। ২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁওয়ে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হন। আহত হন শতাধিক ব্যক্তি। প্রতি ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। যদিও সবকটি মামলায় প্রমাণ অভাবে ছাড়া পান অভিযুক্তরা। অন্যদিকে পরের পর হামলার ঘটনায় ২০১০ সালের আগস্টে নয়াদিল্লিতে রাজ্য পুলিশ প্রধানদের এক বৈঠকে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ভারতীয়দের ‘গেরুয়া সন্ত্রাস’ থেকে সাবধান থাকার আহ্বান জানান। এরও আগে মুম্বই হামলার ঘটনায় আরএসএসকে দায়ী করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। বুধবার সংসদে নিজের বক্তব্যে কংগ্রসের এহেন দাবিকে নস্যাৎ করেন অমিত শাহ। তিনি বলেন, “হিন্দু সন্ত্রাসবাদের কথা কে শুরু করেছে? আমি গর্বের সঙ্গে বলতে পারি, কোনও হিন্দু কখনও সন্ত্রাসবাদী হতে পারে না।”
বৃহস্পতিবার মালগাঁও বিস্ফোরণে বিশেষ এনআইএ আদালত রায় ঘোষণার পরে রবি শংকর প্রসাদ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণই নেই। “অথচ প্রজ্ঞাকে এত খারাপ ভাবে (পুলিশ হেফাজতে) নির্যাতন করা হয়েছে যে তিনি ভালো করে হাঁটতে পারেন না।” পালটে যাওয়া সময়ে মন্তব্য বদলে গিয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়েরও। তিনি বলেন, “সন্ত্রাসবাদের ধর্ম নেই। তারা হিন্দু বা মুসলমান নয়। আসলে কিছু মানুষ রয়েছে, যারা সমাজে ঘৃণা ছড়াতে ধর্মকে কাজে লাগায়। এরাই হল সন্ত্রাসবাদী।” বৃহস্পতিবার মালেগাঁও মামলার রায় ঘোষণার সময় বিচারক একে লাহোটিও বলেছেন, “সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.