Advertisement
Advertisement

Breaking News

Kerala

প্রতিদিন মত্ত অবস্থায় দাপাদাপির অভিযোগে ছাড়তে হয় দোকান, রাগে যুবতীকে পুড়িয়ে খুন যুবকের!

পুলিশ অভিযুক্ত রামমৃতমকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

complaint against Kerala man to killed woman

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:April 15, 2025 4:49 pm
  • Updated:April 15, 2025 4:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাড়া নেওয়া দোকানে মত্ত অবস্থায় প্রতিদিন ঝামেলা করতেন যুবক! প্রতিবাদ জানিয়েছিলেন পাশের দোকানি। তাঁর অভিযোগেই দোকান ছাড়তে হয় যুবককে। সেই ‘আক্রোশ’ মেটাতে যুবতীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে কেরলের কাসারাগড় জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম সি রমিথা। বয়স ৩২ বছর। তিনি বেদাদুকা গ্রামে মুদিখানার দোকান চালাতেন। একই বিল্ডিংয়ে তার পাশের দোকানেই ফার্ণিচারের দোকান ছিল অভিযুক্ত রামমৃতমের। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। যুবতীর অভিযোগ রামমৃতম দিনের পর দিন মত্ত অবস্থায় দোকানে এসে ঝামেলা করতেন। তার জেরে রমিথার ব্যবসার অসুবিধা হচ্ছে। সঙ্গে এই উপদ্রব তিনি মেনে নিতে পারছেন না। এই মর্মে বিল্ডিংয়ের মালিককে অভিযোগ জানান রমিথা। অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা নেন দোকানের মালিক। ঘর খালি করতে হয় রামমৃতমকে। সেই থেকেই রমিথার প্রতি রাগ জমতে শুরু করে অভিযুক্তের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৮ এপ্রিল সাড়ে তিনটে নাগাদ রামমৃতম ফের রমিথার দোকানের সামনে হাজির হন। অভিযোগ, যুবতীর গায়ে  দাহ্য তরল ঢেলে কিছু বোঝার আগেই তাঁর গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যান সেখান থেকে। জ্বলতে থাকে রমিথা।

চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রমিথাকে আশঙ্কাজনক অবস্থায় ম্যাঙ্গালোরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রমিথার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। পুলিশ অভিযুক্ত রামমৃতমকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ