সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো শুরু হতে বাকি মাত্র ৮ দিন। তার মধ্যেই ফের বেড়ে গেল গ্যাসের দাম। মঙ্গলবার সকালে জানা গিয়েছে, এক লাফে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ৫০ টাকা বেড়েছে। ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৮.৫০ টাকা। ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও ১২ টাকা বেড়েছে। ৪৭.৫ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১২০ টাকা বাড়ানো হয়েছে এদিন। উল্লেখ্য, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে টানা তিনমাস বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম।
মঙ্গলবার সকালে গ্যাস সিলিন্ডারের নতুন দামের তালিকা প্রকাশিত হয়। সেখানে দেখা যাচ্ছে, কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৫০.৫০ টাকা। সেপ্টেম্বরে এই দাম ছিল ১৮০২.৫০ টাকা। অর্থাৎ সিলিন্ডার পিছু ৪৮ টাকা দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। ৪৭.৫ কেজি গ্যাসেও সিলিন্ডার পিছু ১২০ টাকা দাম বেড়েছে কলকাতায়। তবে গৃহস্থের ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মাঝে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ভোট মিটতেই সেই স্বস্তি উধাও। পর পর তিনমাস বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। আগস্ট, সেপ্টেম্বরের পর অক্টোবরেও উর্ধ্বমুখী গ্যাসের দাম। জানা গিয়েছে, গত তিনমাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম সবমিলিয়ে ৯৪ টাকা বেড়েছে।
হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম ফের বাড়ায় নিঃসন্দেহে তা চাপ বাড়াবে ব্যবসায়ীদের। পুজোর মরশুমে বাইরে বেরিয়ে খাওয়াদাওয়ার প্রবণতা বাড়ে আমজনতার। ফলে সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ এতে খানিকটা বাড়ল। উৎসবের মধ্যে খানিকটা বিষাদ বয়ে আনল গ্যাসের দাম বৃদ্ধির খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.