ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন সকলের জন্য এক। স্ত্রীকে খুনের মামলায় এনএসজির ব্ল্যাক ক্যাট কমান্ডো কোনও বাড়তি সুবিধা পাবেন না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। ওই কমান্ডো অপারেশন সিঁদুরে অংশগ্রহণ এমন দাবি জানিয়ে তাঁর আগাম জামিনের আবেদন জানান আইনজীবী। যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত।
মঙ্গলবার একটি আগাম জামিনের মামলার রায় দিতে গিয়ে বিচারপতি জানান, আইনের চোখে সকলেই এক। কেউ কোনও বাড়তি সুবিধা পাবেন না। জানা গিয়েছে, ওই কমান্ডো পণের দাবিতে স্ত্রীকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। মঙ্গলবার তাঁর আগাম জামিনের মামলা ছিল। এদিন কমান্ডোর আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল এনএসজির সদস্য। এমনকী তিনি অপারেশন সিঁদুরে অংশগ্রহণ করেছিলেন। তাই তাঁকে আগাম জামিন দেওয়া হোক। যদিও সেই সওয়াল শুনে বিচারপতি জানান, শুধুমাত্র অপারেশন সিঁদুরে অংশগ্রহণ করা বা এনএসজির সদস্য হওয়ার জন্য কাউকে আইনি দায় থেকে মুক্তি দেওয়া যায় না।
জানা গিয়েছে, আগেই হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ করে ওই কমান্ডোকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কমান্ডো। সেই মামলায় শীর্ষ আদালত জানিয়ে দেয় কোনও ভাবেই বাড়তি সুবিধা পাবেন না ওই এনএসজি কমান্ডো। এদিন আদালত জানায়, আত্মসমর্পণ থেকে ছাড়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। তবে অভিযুক্ত কমান্ডোর আইনজীবীর আবেদনের ভিত্তিতে আত্মসমর্পণের জন্য দু’সপ্তাহ সময় দিয়েছে আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.