Advertisement
Advertisement
Gurugram

গুরুগ্রামে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

College student found dead in private university hostel room in Gurugram
Published by: Subhodeep Mullick
  • Posted:August 26, 2025 4:24 pm
  • Updated:August 26, 2025 4:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সিধরাওয়ালি এলাকায়। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ভূমিকা গুপ্ত। তিনি গুরুগ্রামের একটি বেসরকারি কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। তাঁর বাড়ি রাজস্থানের আলওয়ারে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে থানায় যোগাযোগ করা হয়। জানানো হয়, বারবার ডাকাডাকি সত্ত্বেও হস্টেলে বসবাসকারী এক ছাত্রী কিছুতেই দরজা খুলছেন না। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিশের আধিকারিকরা। কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে ভাঙা হয় দরজা। তারপরই ভূমিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ভূমিকা পড়াশোনা নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন। কারণ, গত বিগত দু’টি সেমিস্টারে তাঁর ফল ছিল সন্তোষজনক। তাহলে এর জেরেই কি তিনি নিজেকে শেষ করে দিলেন? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

পুলিশের এক আধিকারিক বলেন, “ছাত্রীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তাঁর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সবদিক খতিয়ে দেখে আমরা ঘটনার তদন্ত করা হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ