Advertisement
Advertisement
Coimbatore Serial Blasts

আডবানীর সভার আগে ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান ৫৮ জন, তিন দশক পর গ্রেপ্তার কোয়োম্বাটুর বিস্ফোরণের মূল চক্রী

১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি মোট চোদ্দটি বিস্ফোরণ হয় কোয়েম্বাটুর শহরে।

Coimbatore Serial Blasts Key Accused Arrested In Chhattisgarh
Published by: Kishore Ghosh
  • Posted:July 10, 2025 5:14 pm
  • Updated:July 10, 2025 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি। বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানী সভার আগে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহর। ওই বিস্ফোরণে ৫৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ২৩১ জন। ২৭ বছর পর ওই ঘটনার মূল চক্রী টেলর রাজা ওরফে সাদিক পুলিশের জালে! বৃহস্পতিবার ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারে কোয়াম্বাটুরে যান আডবাণী। পুলিশের বক্তব্য, শহরের মোট চোদ্দটি জায়গায় বিস্ফোরণ ঘটনা হলেও বিজেপি নেতাকে খুন করাই ছিল প্রধান উদ্দেশ্য। যে মঞ্চে আডবাণীর ভাষণ দেওয়ার কথা ছিল, তার অদূরেই বোমা হামলা চালানো হয়েছিল। সব মিলিয়ে তিন দশক আগের ওই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল ৫৮ জনের। আহত হন অন্তত ২৩১ জন।

কোয়েম্বাটুর ধারাবাহিক বিস্ফোরণের তদন্তে সিট গঠন করেছিল তামিলনাড়ু পুলিশ। যদিও এতদিন নিখোঁজ ছিল ঘটনার মূল চক্রী রাজা ওরফে সাদিক। শেষ পর্যন্ত তিন দশক পর ছত্তিশগড় থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। রাজা মৌলবাদী সংগঠন আল উম্মার সদস্য ছিলেন। ওই সংগঠনের প্রতিষ্ঠাতা-সহ ১৭ জন একই মামলায় যাবজ্জীবন জেল খাটছেন। তামিলনাড়ু পুলিশ সূত্রে জানা গিয়েছে, কড়া নিরাপত্তায় দাগি অপরাধীকে কোয়েম্বাটুরে আনার ব্যবস্থা হয়েছে ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement