অর্ণব আইচ: অঙ্গদান নিয়ে অভিনব উদ্যোগ সেনার। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও তাঁর স্ত্রী সুনীতা দ্বিবেদী বুধবার সেনা হাসপাতালে গবেষণা ও পরামর্শের জন্য় তাঁদের অঙ্গদানের প্রতিশ্রুতি দেন। এই উদ্যোগের উদ্দেশ্য অঙ্গদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের সমাজে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য অনুপ্রাণিত করা।
সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবার ডিরেক্টর জেনারেল তথা ভাইস সার্জেন অ্যাডমিরাল আরতি সারিনের নেতৃত্বে এই কাজটি সম্পন্ন হয়েছে। সশস্ত্র বাহিনীর অঙ্গ সংগ্রহ ও প্রতিস্থাপন কর্তৃপক্ষ (AORTA) ইতিমধ্যেই দেশব্যাপী অঙ্গ প্রতিস্থাপন ও সংগ্রহে বড় ভূমিকা নিয়েছে। ভারতীয় সেনা অঙ্গদান নিয়ে নজির গড়েছে। ২৬ হাজারেরও বেশি সেনা সদস্য অঙ্গদানের শপথ নিয়েছেন।
এই অঙ্গদান অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অঙ্গদানকে মানবতার সেবা এবং সশস্ত্র বাহিনীর ত্যাগ ও সাহসের চেতনারই সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেন। তিনি সেনা সদস্য ও তাঁদের পরিবারকে সামনে এসে সমাজের জন্য উদাহরণ তৈরির আহ্বান জানান। পাশাপাশি তিনি অঙ্গদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া ও সেনা সদস্যদের অনুপ্রাণিত করতে সশস্ত্র বাহিনীর অঙ্গ সংগ্রহ ও প্রতিস্থাপন কর্তৃপক্ষের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন।
স্বাস্থ্যকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে সেনাপ্রধান অঙ্গ প্রতিস্থাপন সেবায় যুক্ত তিনজন প্রথম সারির কর্মীকে, যার মধ্যে রোগীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা রক্ষায় নিবেদিত এক গৃহপরিচারকও ছিলেন— ‘Chief’s Recommendation Card’ প্রদান করেন। এই উদ্যোগ সেনার মানবিক রোগী সেবার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে। অনুষ্ঠানে অঙ্গদাতা পরিবারের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করা হয়, যাঁরা অঙ্গদান করে অন্যের জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছেন। তাঁদের সহানুভূতি ও সাহসকে সম্মান জানিয়ে সংবর্ধিত করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.