Advertisement
Advertisement
Chinese Foriegn Minister Wang Yi

ভারত-মার্কিন শুল্ক আলোচনার মাঝেই দেশে চিনা বিদেশমন্ত্রী, বৈঠক ডোভাল-জয়শংকরের সঙ্গে

শুল্ক সমস্যার আবহে বাড়ছে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লির বৈঠক বাড়তি গুরুত্বপূর্ণ।

Chinese foreign minister Wang Yi in india for Indo-China meeting

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 18, 2025 9:57 am
  • Updated:August 18, 2025 9:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই সোমবার দু’দিনের সফরে ভারতে আসছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানা গিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই। সেই বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

সম্প্রতি শুল্ক সমস্যার জেরে বেড়েছে ভারত-আমেরিকা সম্পর্কের টানাপোড়েন। সেই আবহে চিনা বিদেশমন্ত্রীর এই সফর বাড়তি গুরুত্বের নিঃসন্দেহে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫ শুল্ক চাপিয়েছেন। রুশ তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ধার্য হয়েছিল। আলাস্কার বৈঠকের পরে সেই সমস্যা কিছুটা কমলেও এখনও সমাধানসূত্র অধরা। এর মাঝেই সীমান্ত সমস্যা-সহ অন্যান্য বিষয়ে চিনের সঙ্গে আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ওয়াং ই-র সফরে ভারত ও চিন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। এই মাসের শেষেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন সফর। ২০২০ সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চাপ বাড়ে। মোদির আসন্ন সফরে সেই বরফ কিছুটা হলেও গলার সম্ভাবনা। 

জানা গিয়েছে, সোমবার বিকেলে দিল্লি পৌঁছবেন ওয়াং। সন্ধ্যা ৬টা নাগাদ জয়শংকরের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। মঙ্গলবার সকাল ১১টায় অজিত ডোভালের সঙ্গে সীমান্ত আলোচনায় অংশ নিতে পারেন চিনা বিদেশমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে।

গত বছর ডিসেম্বরে ডোভাল চিনে গিয়েছিলেন। সেখানে ওয়াং ই-র সঙ্গে সীমান্ত আলোচনা হয়। তার আগে কাজানে মোদির সঙ্গে জিনপিং-এর বৈঠক হয়। সেখানেই দুই দেশের আলোচনা ফের শুরু করার সিদ্ধান্ত হয়। সম্পর্ক মেরামতের উদ্যোগ হিসেবে কৈলাশ মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে। পাশপাশি চিনা পর্যটকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে ভারত। গত দু’মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী জয়শংকর চিনে গিয়েছিলেন এসসিও বৈঠকে যোগ দিতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement