Advertisement
Advertisement
China

তাওয়াং সীমান্তে সেনা মোতায়েন করছে চিন! উপগ্রহ চিত্র ঘিরে চাঞ্চল্য

বরাবর চিনা আগ্রাসানকে কড়া জবাব দিয়েছে ভারত।

China deploying Combined Arms Brigade near Tawang। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 25, 2023 5:29 pm
  • Updated:October 25, 2023 5:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তের কাছে নতুন করে সেনা মোতায়েন করছে চিন! মজুত করা হচ্ছে অস্ত্রশস্ত্র। এর আগেও এই অঞ্চলে অনুপ্রবেশ ঘটিয়েছিল লাল ফৌজ। যার কড়া জবাব দিয়েছিল ভারত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে উপগ্রহ থেকে তোলা ছবি প্রকাশ করে এমনই দাবি করা হয়েছে। 

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, তাওয়াংয়ের সংঘর্ষস্থলের কাছেই চিন সেনা মোতায়েন করছে। এর আগেও এই তাওয়াং সেক্টরে (Tawang) বার বার সীমান্ত লঙ্ঘন করার অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বরে পিপলস লিবারেশন আর্মি তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছিল। ভারতীয় সেনা সেই লঙ্ঘনের দৃঢ়ভাবে মোকাবিলা করেছিল।

[আরও পড়ুন: মিলল পূর্বাভাস, হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি টোটালের লোকসান ৮৫ শতাংশ]

বলে রাখা ভালো, মঙ্গলবার অরুণাচল প্রদেশ সফরে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) শস্ত্রপুজো করে জওয়ানদের সঙ্গে দশেরা পালন করেন। তাওয়াংয়ে যুদ্ধে শহিদ সেনাকর্মীদের স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনও করেন তিনি। তার পর তিনি বলেন, লালফৌজ অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের ইয়াংটসে এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে ‘অতিক্রম’ করার এবং ‘একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন’ করার চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় সেনারা বাধা দেয় এবং দৃঢ়ভাবে তার মোকাবিলা করে।

[আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দাবি রিপোর্টের]

উল্লেখ্য, কয়েকদিন আগেই পেন্টাগনের তরফে রিপোর্টে জানানো হয়, লাদাখ সীমান্তে চিন স্থায়ী সুড়ঙ্গ, নতুন রাস্তা, প্রতিরক্ষার কাজে ব্যবহৃত এয়ারপোর্ট এবং হেলিপ্যাড তৈরির কাজ চালাচ্ছে। চিনের ওয়েস্টার্ন কম্যান্ড থিয়েটারের প্রচুর সেনা ভারত সীমান্তে মোতায়েন করা হয়েছে। শুধু লাদাখ নয়, ডোকলামেও একই রকম সেনা মোতায়েন করেছে চিন। এবার প্রকাশ্যে এল তাওয়ান সীমান্তে সেনা মোতায়েনের চিত্র। যা নিয়ে ফের উত্তেজনার পারদ চড়ছে দুদেশের মধ্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ