হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশকে ‘উত্তমপ্রদেশ’ গড়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অত্যাধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছেন। উত্তরপ্রদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সায়েন্সেস (UPSIFS) সম্প্রতি আয়োজন করল তিন দিনের এক সেমিনার। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনোম ম্যাপিং এবং ফরেনসিক বিচারব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে এই সেমিনারে তুলে ধরা হয়।
বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে চিন ও পাকিস্তানের দিক থেকে সাইবার আক্রমণ বেড়েছে। এই হামলা মোকাবিলায় ভারতকে দ্রুত সুরক্ষিত ডিজিটাল পরিকাঠামো তৈরি করতে হবে। মহারাষ্ট্রের প্রিন্সিপাল সেক্রেটারি ব্রজেশ সিং জানান, ছোট ছোট ঘটনাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যেমন, JNPT পোর্টে সাইবার হামলায় তিন মাস ধরে কাজ বন্ধ ছিল। তিনি বলেন, পুলিশি ব্যবস্থা দিয়ে সাইবার অপরাধ ঠেকানো সম্ভব নয়। এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এর সমাধানে বিভিন্ন দেশের সহযোগিতা প্রয়োজন।
অস্ট্রেলিয়া থেকে আসা সাইবার বিশেষজ্ঞ রবি আব্রাহাম বলেন, বর্তমানে হ্যাকাররা ফিশিং, লগিং ও ডেটা চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করছে। এর থেকে বাঁচতে তিনি নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) এবং অ্যান্টিভাইরাস ব্যবহারের ওপর জোর দেন।
বিশেষজ্ঞ শান্তনু ভট্টাচার্য ব্যাখ্যা করেন কীভাবে মিশ্র ডিএনএ বিশ্লেষণ ব্যবহার করে অপরাধী এবং ভুক্তভোগীর প্রোফাইল আলাদা করা যায়। হায়দরাবাদের সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনস্টিকস থেকে ড. মধুসূদন রেড্ডি নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং এবং পোর্টেবল ফরেনসিক ডিভাইসের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন।
প্রজেক্ট ৩৯এ (নালসার, হায়দরাবাদ)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফরেনসিক ল্যাবগুলোকে উন্নত করার উপর জোর দেন। একইসঙ্গে বিচারক ও আইনজীবীদেরকেও এগুলি সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। UPSIFS-এর প্রতিষ্ঠাতা পরিচালক জি. কে. গোস্বামী জোর দেন নৈতিক দায়িত্বের ওপর। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন কোনও নিরপরাধ ব্যক্তি শাস্তি না পায়। উপযুক্ত প্রমাণ সংগ্রহে থাকলেই প্রকৃত ন্যায়বিচার সম্ভব।”
মার্কিন যুক্তরাষ্ট্রের পবন শর্মা এবং অন্যান্য বিশেষজ্ঞরা তরুণদের ফরেনসিক বিজ্ঞানের নতুন পেশা বেছে নিতে উৎসাহিত করেন। সেমিনারে UPSIFS-এর অ্যাডিশনাল ডিরেক্টর রাজীব মালহোত্রা এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.