Advertisement
Advertisement
Chhota Rajan

অসুস্থ দাউদের একদা অনুচর ছোটা রাজন, ভর্তি এইমসে

তিহাড়ে যাবজ্জীবনের সাজা খাটছিল একদা মুম্বইয়ের ত্রাস গ্যাংস্টার।

Chhota Rajan, lodged in Tihar jail, admitted to AIIMS for surgery
Published by: Biswadip Dey
  • Posted:January 10, 2025 2:19 pm
  • Updated:January 10, 2025 2:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ একদা দাউদের অনুচর মাফিয়া ছোটা রাজন। তিহাড় জেলে বন্দি রাজনকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমসে। সূত্রানুসারে, সাইনাসে ভুগছে গ্যাংস্টার। চিকিৎসকদের পরামর্শ দ্রুত অস্ত্রোপচার করার।

Advertisement

একদা দাউদের ঘনিষ্ঠ সঙ্গী থাকা রাজনকে ২০২৪ সালে যাবজ্জীবনের সাজা শোনানো হয় গোল্ডেন ক্রাউন হোটেলের মালিক ২০০১ সালে জয়া শেট্টিকে খুনের অপরাধে। তারও আগে ২০১৮ সালে বিশেষ আদালত রাজনকে যাবজ্জীবনের সাজা শোনানো হয় সাংবাদিক জ্যোতির্ময় দে-কে খুনের অপরাধে।

২০০১ সালে ৪ মে খুন হন সেন্ট্রাল মুম্বইয়ের গোল্ডেন ক্রাউন হোটেলের মালিক জয়া শেট্টি। নিজের হোটেলের মধ্যে ঢুকে তাঁকে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। তদন্তে জানা যায়, ছোটা রাজনকে টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে খুন করা হয়। পুলিশ জানতে পারে, মাফিয়াদের তরফে হুমকি মেলার পর পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল জয়াকে। তবে খুন হওয়ার ২ মাস আগে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পারে এই হত্যা মামলায় সরাসরি যোগ রয়েছে রাজনের।

২০১৫ সালে রাজনকে ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার হয়েছিল দাউদের ডানহাত হিসেবে পরিচিত ছোটা রাজন। এরপর প্রত্যার্পণের মাধ্যমে ভারতে এনে নতুন করে তাঁর বিরুদ্ধে চলা সমস্ত মামলার তদন্ত শুরু করে পুলিশ। এরপর সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৮ সালে ছোটা রাজনের যাবজ্জীবন সাজা হয়। জানা যায়, দাউদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সাংবাদিক জ্যোতির্ময় দে-র। এমনটাই সন্দেহ করেছিল ছোটা রাজন। দাউদের নির্দেশেই রাজনের বিরুদ্ধে সংবাদ লিখতেন জ্যোতির্ময়, বলেই মনে করত সে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ