Advertisement
Advertisement
Uttarakhand

ভূমিধসে বিঘ্ন চারধাম যাত্রায়, উত্তরাখণ্ডের চার জেলায় জারি কমলা সতর্কতা

শুক্রবার ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।

Char Dham Yatra hit after rains trigger landslides, block 155 roads in Uttarakhand
Published by: Rakes Kanjilal
  • Posted:August 21, 2025 7:43 pm
  • Updated:August 21, 2025 7:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার ব্যাহত চার ধাম যাত্রা। রাতভর বৃষ্টিতে উত্তরাখণ্ড জুড়ে একাধিক ভূমিধসের কারণে ১৫৫টি সড়ক বন্ধ হয়ে যায়, যার মধ্যে গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কও রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ডের চারটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। শুক্রবার ও শনিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।

Advertisement

জানা যাচ্ছে, বদ্রীনাথ জাতীয় সড়কের চামোলি জেলার কামেরা, ভানেরপানি এবং পাগল নালায় ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে যায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ যন্ত্রপাতির সাহায্যে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় রাস্তা পরিষ্কার করে। এরপর পুলিশি তত্ত্বাবধানে আটকে পড়া তীর্থযাত্রীরা পুনরায় শুরু করেন তাঁদের যাত্রা।

উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের সঙ্গে সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলছে। ৫ আগস্ট ধরালি গ্রামে ঘটে যাওয়া দুর্যোগে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত গঙ্গোত্রী মহাসড়ক আবারও ধরাসু ও সোনগড়ের কাছে অবরুদ্ধ হয়ে পড়ে। একইভাবে যমুনোত্রী মহাসড়কেও যান চলাচলে বিঘ্ন ঘটে। পুনরুদ্ধারকারী দল কয়েক ঘণ্টার মধ্যে রাস্তা খুলে দেয়, তবে প্রশাসন যাত্রীদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।

জেলা দুর্যোগ মুকাবেলা দলের কর্মকর্তা শার্দুল গুসাইন বলেন, “প্রশাসন দ্রুত কাজ করছে। ধরাসুর কাছে গঙ্গোত্রী মহাসড়কের একটি অংশ পুনরায় খুলে দেওয়া হয়েছে। এবং যমুনোত্রীর কুঠনাউর ও নারদছট্টির অবরুদ্ধ অংশও ঘণ্টা দুয়েক চেষ্টার পর চালু করা হয়েছে।” 

রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরাখণ্ড জুড়ে ১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চম্পাবন্ত, বাগেশ্বর, নৈনিতাল, দেহরাদুন, হরিদ্বার, চামোলিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহওয়া দপ্তর বাগেশ্বর ও চম্পাবন্তে শুক্রবার কমলা সতর্কতা জারি করেছে। পাহাড় ঘেঁসংলগ্ন জেলা ও উধম সিং নগরেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। শনিবারও বহু জায়গায় কমলা সতর্কতা জারি রাখা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ