সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় মন্ত্রক মেলেনি। আশ্বাসও মেলেনি এ পর্যন্ত। এবার নিজেদের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রের মোদি (Narendra Modi) সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল শুরু করল এনডিএ শরিকরা। বৃহস্পতিবার নিজের একগুচ্ছ দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু।
কী দাবি নায়ডুর? অন্ধ্রের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী মূলত আর্থিক প্যাকেজ চাইছেন কেন্দ্রের কাছে। তাঁর বক্তব্য, আগের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ভ্রান্ত নীতির জন্য রাজকোষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, যা কেন্দ্রীয় সাহায্য ছাড়া মেটানো সম্ভব নয়। তাছাড়া অমরাবতীকে রাজধানী হিসাবে গড়ে তোলার জন্যও দরকার আর্থিক সাহায্য। নায়ডুর মূল দাবি, কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রের জন্য আলাদা বরাদ্দ ঘোষণা করতে হবে।
নায়ডু একা নন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও (Nitish Kumar) প্রস্তুতি নিচ্ছেন বড় শরিক বিজেপির উপর চাপ বাড়ানোর। বৃহস্পতিবার রাতেই পাটনায় নীতীশ কুমারের দল জেডিইউ ঘোষণা করেছে, দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা দ্রুত দিল্লি যাবেন। নীতীশের দলেরও দাবি, বিহারকে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রদেশ ঘোষণা করে বিশেষ প্যাকেজ দিতে হবে। সদ্যই জেডিইউয়ের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রর কাছে বিশেষ প্যাকেজের দাবি জানানো হবে।
এখানেই ধর্মসংকটে পড়তে পারে বিজেপি (BJP)। একই সঙ্গে শরিকদের দখলে থাকা দুই রাজ্যের বিশেষ আর্থিক প্যাকেজের দাবি মানা বিজেপির পক্ষে কঠিন। কারণ দুই শরিক রাজ্যকে সাহায্য করলে অন্য রাজ্যগুলিও আন্দোলন শুরু করবে আর্থিক প্যাকেজের দাবিতে। ইতিমধ্যেই কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মোদির দ্বারস্থ হয়েছেন বিশেষ প্যাকেজ চেয়ে। আগামী দিনে আরও বাড়তে পারে সেই চাপ। এই পরিস্থিতিতে মোদি কীভাবে দুই শরিকের চাহিদা মেটান, সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.