সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচমেন্টের জন্য সব বিরোধী দলের সমর্থন চাইছে কেন্দ্র। লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই যাতে সম্মিলিতভাবে বিচারপতি বর্মার ইমপিচমেন্ট প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করানো যায় সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিরোধীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কেন্দ্র।
আসলে বিচারপতি বর্মার অপসারণ চেয়ে বেশ কিছুদিন ধরেই সচেষ্ট কেন্দ্র। এমনিতেই কলেজিয়াম সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থাকে কাঠগড়ায় তুলে আসছে কেন্দ্র। সুযোগ বুঝে কলেজিয়াম সিস্টেমের ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে মোদি সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বেশ কিছুদিন আগেই জানিয়েছেন, বিচারপতি বর্মাকে সরাতে সব দল মিলিয়ে ঐক্যবদ্ধ প্রস্তাব আনতে চায় সরকার। সেই লক্ষ্যে সব দলের নেতাদের সঙ্গেই কথা বলছেন তিনি।
সূত্রের খবর, রাজ্যসভা বা লোকসভা কোনও কক্ষেই যাতে ইমপিচমেন্ট প্রস্তাবে ভোটাভুটির প্রয়োজন না পড়ে, সেটা নিশ্চিত করার জন্যই বিরোধীদের সাহায্য প্রার্থনা করছে কংগ্রেস। শোনা যাচ্ছে, রাজ্যসভা এবং লোকসভার সদস্য রয়েছে এমন সব দলের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্র।
বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধার কাণ্ডে সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশ্যে চলে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিচারপতি বর্মার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেয়েছে ওই তদন্ত কমিটি। সেই প্রমাণের ভিত্তিতেই ওই তদন্ত কমিটি বিচারপতি বর্মার অপসারণের সুপারিশ করতে চলেছে বলে সূত্রের খবর। তাৎপর্যপূর্ণভাবে স্বাধীন ভারতে এর আগে কোনও হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইমপিচ করা হয়নি। তবে এর আগে জনা পাঁচেক বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তাঁরা কেউই অপসারিত হননি। বিচারপতি বর্মা অপসারিত হলে তিনিই প্রথম বিচারপতি হিসাবে ইমপিচমেন্টের শিকার হবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.